White Tiger Comes to Alipore Zoo 2024: কলকাতা আলিপুরদুয়ারে নতুন অতিথির আগমন 

Published On:

White Tiger Comes to Alipore Zoo 2024: বাঘের হুঙ্কারে কেঁপে উঠলো আলিপুর, চিড়িয়াখানায় সাদা বাঘ আসল বিশাখাপত্তনম থেকে। বিশাখাপত্তনম থেকে কলকাতা আলিপুরদুয়ারে নতুন অতিথির আগমন 

White Tiger Comes to Alipore Zoo 2024

এখন মাত্রাতিরিক্ত গরম পড়েছে কলকাতায়। যেখানে তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাই এখানে যেসব পশুদের নিয়ে আসা হচ্ছে তাদের বাড়তি প্রতিরক্ষা দেওয়া হচ্ছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি। এই আবহে সবকটি প্রাণীকে নিয়ে আসা হয়েছে প্রায় ৯০০ কিলোমিটার সড়ক পথে। ফলে একটা ধকল তো থাকবেই…

WB Madhymik Result Published Date 02 May 2024: অবশেষে ঘোষণা করা হলো মাধ্যমিক রেজাল্টের তারিখ

White Tiger Comes to Alipore Zoo 2024 : শুক্রবার আলিপুর কেঁপে উঠেছিল তীব্র গর্জনে। কিন্তু এই দুর্ধর্ষ গরমে এত জোরে হুংকার আসলো কোথা থেকে? কে দিলো এই হুংকার? সবার মনে ঘুরতে থাকে একই প্রশ্ন। পরে জানতে পারা যায় এই হুংকার আর কারো নয়, স্বয়ং দক্ষিণরায়ের। বেশ বড়সড় চেহারা ,বাঘের চোখ তখন ফেটে পড়েছে এর রাগে। যাতায়াতের কারণে সে ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু মেজাজ একটুও কমেনি তার। তাই সবাই আতঙ্কিত হয়ে গিয়েছে তার দুবারের হুঙ্কারে।যদিও কলকাতার আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য তাকে আলাদা করে রাখা হচ্ছে। এখন এই সাদা বাঘ কে দেখতে পাওয়া যাবে আলিপুর চিড়িয়াখানায় গেলেই।

মঙ্গলবার রাতে ঘটে গেছে এক ঘটনা, যা তখনো কেউ সেভাবে জানতে পারেনি। সেদিন সবচেয়ে বড় সাইজের এসি গাড়ি ঢুকে পড়েছিল আলিপুর চিড়িয়াখানার গেট দিয়ে। গাড়ি গুলিকে নিয়ে আসা হয়েছিল গ্রীন করিডর করে। সবাই ভীতসন্ত্রস্ত হয়ে যায় গাড়ির পিছনে দরজা খুলতেই। কারণ তখন দেখা গেছে লোহার খাঁচার ভিতর চকচক করছে দুটি চোখ ,তার গায়ে সাদা চামড়া, ডোড়া কাটা কাটা দাগ, সে যেন তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। আর মাংস দেওয়ার সাথে সাথে সেগুলিকে সাবার করে দিয়ে শুধু পড়ে রইল হাড়।

White Tiger Comes to Alipore Zoo 2024 : অন্যদিকে ইন্দিরা গান্ধী জুলজিকাল পার্ক থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হলো সাদা বাঘ কেন্দ্রীয় চিড়িয়াখানার কর্তৃপক্ষের উদ্যোগে বিশেষ বিনিময় কর্মসূচির মাধ্যমে। এই নিয়ে মোট দুইটি সাদা বাঘ হল আলিপুর চিড়িয়াখানায়। “পশ্চিমবঙ্গ ও অন্ধপ্রদেশের চিড়িয়াখানার মধ্যে জীবজন্তু বিনিময় কর্মসূচি নেওয়া হয়েছে”- বলে জানান আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত। এই কর্মসূচি অনুযায়ী সাদা বাঘ এবং বেশ কিছু প্রাণী আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও এক জোড়া করে লেমুর, নেকড়ে ,কালো রাজহাঁস, স্ট্রাইপড হায়না, পাঁচটি বন্য কুকুর ও তিনটি হগ হরিণ নিয়ে আসা হয়েছে। বিনিময়ে কলকাতা থেকে বিশাখাপত্তনাম এ গিয়েছে দুটি নর্দান জিরাফ, দুটি স্কারলেট ম্যাকাও এবং চারটি ওয়াটার মনিটর লিজার্ড।

WBP Constable Police Mock Test 17 In Bengali 2024: নতুন সিলেবাস অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ মক টেস্ট

White Tiger Comes to Alipore Zoo 2024 : এছাড়াও এখন মাত্রাতিরিক্ত গরম পড়েছে কলকাতায়। যা ৪০ ডিগ্রী ছাড়িয়েছে। তাই এখানে যে সমস্ত প্রাণীদের নিয়ে আসা হচ্ছে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে দাবি চিড়িয়াখানা কর্তৃপক্ষের। এই আবহাওয়া সবকটি প্রাণীকে নিয়ে আসা হয়েছে প্রায় ৯০০ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়ে। ফলে সেসব প্রাণীদের একটা ধবল তো থাকবেই। যে কারণে সেখানে চিকিৎসকসহ আপৎকালীন ব্যবস্থা থাকতে সব সময়। যেহেতু দুই রাজ্যের পরিবেশ আলাদা সেই জন্য প্রাণীগুলোকে আলাদা করে কয়েকদিন চিকিৎসকদের নজদারীতে রাখা হবে। বিশেষ খাদ্য তালিকা তৈরি হচ্ছে বাঘের খাওয়ার জন্য। এখন থেকে সাদা বাগ দেখা যাবে চিড়িয়াখানায় টিকিট কেটে ঢুকলেই।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad