Swami Vivakananda Scholarship 2024 Full Details: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিস্তারিত জেনে নিন।

Published On:

Swami Vivakananda Scholarship 2024 Full Details: ব্যক্তি ও সমাজের ভবিষ্যৎ গঠনে শিক্ষা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষায় ক্ষমতায়নের মূল চাবিকাঠি এবং যোগ্য শিক্ষার্থীদের জন্য এই শিক্ষাকে আরো উন্নততর এবং সহজলভ্য করে তুলতেই স্কলারশিপ এর গুরুত্ব অপরিসীম।

Swami Vivakananda Scholarship 2024 Full Details

বর্তমান যুগে এমন অনেক শিক্ষার্থী আছে যারা ঠিকভাবে শিক্ষা তো দূরের কথা ভালোভাবে দুই বেলা খেতে পর্যন্ত পারে না, তাদের কাছে পড়াশোনার খরচ যোগাড় করা অসম্ভব হয়ে ওঠে। আর এই জন্যই সরকার প্রতিবছর বিভিন্ন স্কলারশিপ প্রদান করে থাকে দুস্থ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের। তাদের মধ্যে অন্যতম একটি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।

এই স্কলারশিপ এর নামকরণ করা হয়েছে শ্রদ্ধেয় ভারতীয় সন্ন্যাসী এবং অন্যতম প্রভাবশালী নেতা স্বামী বিবেকানন্দের নাম অনুসারে। অনেকে আবার একে বিকাশ ভবন স্কলারশিপ নামেও জানে।

ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলতি বছরের শিক্ষাবর্ষের জন্য। স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ,রেনুয়াল প্রক্রিয়া ,স্কলারশিপ এর পরিমাণ ,যোগ্যতা ,আবেদনের শেষ তারিখ সহ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।

SVMCM SCHOLARSHIP NEW PAYMENT UPDATE 2024: তবে নির্বাচনের জন্যই কি বন্ধ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ !

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রদানের উদ্দেশ্য

  • অর্থনৈতিকভাবে সচ্ছল নয় এমন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা।
  • মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের জন্য সমান সুযোগের ব্যবস্থা করা।
  • নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য প্রদান করে শিক্ষাকে তাদের কাছে সহজ করে তোলা।
  • শিক্ষার মাধ্যমে দারিদ্রতা দূর করে নিম্নবিত্ত পরিবার এবং সম্প্রদায়কে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া।
  • যুব সমাজকে শিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা
  • স্বামী বিবেকানন্দের শিক্ষা জ্ঞান এবং করুনার আদর্শকে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের উত্তরাধিকার কে সম্মান প্রদান করা।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন কোর্সে কত টাকা দেওয়া হয়?

উচ্চ মাধ্যমিক স্তর শুরু করে PH.D অর্থাৎ গবেষণা স্তর পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন পরিমাণে আর্থিক সাহায্য প্রদান করে থাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।

  • একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য:- একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের মাসিক এক হাজার টাকা অর্থাৎ বছরে ১২ হাজার টাকা দেওয়া হয় এই স্কলারশিপের মাধ্যমে।
  • স্নাতক তথা গ্রাজুয়েশন স্তরের জন্য:- এই স্কলারশিপ এর মাধ্যমে স্নাতক তথা গ্রাজুয়েশন স্তরে ও শিক্ষার্থীদের প্রতি মাসে ১০০০ টাকা অর্থাৎ বার্ষিক ১২০০০ টাকা দেওয়া হয়।
  • ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোর্সের জন্য:- ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোর্সে পাঠরত ছাত্র-ছাত্রীদের মাসিক ৫০০০ টাকা অর্থাৎ বার্ষিক ৬০০০০ টাকা প্রদান করা হয়।
  • স্নাতকোত্তর তথা পোস্ট গ্রাজুয়েশন স্তরের জন্য:- এই স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর তথা পোস্ট গ্রাজুয়েশন পর্যায়ের শিক্ষার্থীদের প্রতি মাসে ২০০০ টাকা অর্থাৎ বার্ষিক ২৪০০০ টাকা প্রদান করা হয়।
  • পলিটেকনিক কোর্সের জন্য:- এই করছে পাঠরত শিক্ষার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা অর্থাৎ বার্ষিক ১৮০০০ টাকা প্রদান করা হয়।
  • M.Phil অর্থাৎ স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য:- এই করছে পাঠরত শিক্ষার্থীদের মাসিক ৫০০০ অর্থাৎ বছরে ৬০০০০ টাকা প্রদান করা হয়
  • পিএইচডির ক্ষেত্রে:- যে সমস্ত ছাত্রছাত্রীরা পিএইচডি করছে তাদের প্রতি মাসে সর্বোচ্চ ৮ হাজার টাকা অর্থাৎ বার্ষিক ৯৬০০০ টাকা প্রদান করা হয়।

শিক্ষাগত যোগ্যতা

  • উচ্চ মাধ্যমিক স্তর:- এই স্তরে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
  • স্নাতকোত্তর স্তর:- এই স্তরে (অনার্স /নার্সিং /ইঞ্জিনিয়ারিং /মেডিকেল বা অন্যান্য) আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক স্তরে ন্যূনতম 60% নাম্বার পেতে হবে।
  • পলিটেকনিক বা ডিপ্লোমা স্তর:- এক্ষেত্রেও আবেদনের জন্য শিক্ষা থেকে মাধ্যমিকের ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
  • M.Phil/phD স্তর:- এই স্তরে আবেদনের জন্য নির্দিষ্ট কোন নম্বরের প্রয়োজন হয় না।

West Bengal Summer Vacation start from 22 April: গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে ২২ শে এপ্রিল থেকেই, নতুন নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকার

অন্যান্য যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ 2.5 লাখ টাকা হতে হবে।
  • পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অন্য কোন স্কলারশিপ পেয়ে থাকলে এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে না।

আবেদন প্রক্রিয়া

  • আবেদনকারীকে প্রথমেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট (https://svmcm.wbhed.gov.in/) এ যেতে হবে।
  • রেজিস্ট্রেশন এর পূর্বে এই স্কলারশিপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে সেগুলো ভালোভাবে পড়ে নিয়ে ‘Proceed for Registration’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর নির্দিষ্ট কোর্সটি বেছে নিয়ে ‘Apply for fresh application’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর শিক্ষার্থী নিজের নাম ,মোবাইল নম্বর ,ইমেল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড তৈরি করতে হবে যেটি লগইনের সময় প্রয়োজন হবে।
  • সফলভাবে রেজিস্ট্রেশনের পর আবেদনকারী একটি Application I’d পাবে, যেটি পরবর্তীতে লগইনের ক্ষেত্রে ব্যবহার হবে।
  • এরপর আবেদনকারীকে Application I’d এবং Password দিয়ে লগইন করতে হবে এবং সেখানে Edit Profile/Application অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।
  • এরপর আবেদন পত্রটি সঠিকভাবে সমস্ত তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান করে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র পিডিএফ ফরম্যাটে আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • আবেদনকারীর শেষ পরীক্ষার মার্কশিট,
  • মাধ্যমিকের এডমিট কার্ড,
  • শেষ পরীক্ষার এডমিট কার্ড,
  • আবেদনকারীর পরিবারের ইনকাম সার্টিফিকেট,
  • আবেদনকারীর আধার /ভোটার/ রেশন কার্ড,
  • আবেদনকারীর ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি,
  • আবেদনকারীর ভর্তির রশিদ।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর রেনুয়াল এর আবেদন পদ্ধতি

Swami Vivakananda Scholarship 2024 Full Details : এক্ষেত্রে আবেদনকারী কে আগের বছর স্কলারশিপ আবেদনের সময় প্রাপ্ত Application I’d এবং Password দিয়ে https://svmcm.wbhed.gov.in/ ওয়েবসাইটে লগইন করে উল্লেখিত ধাপ গুলি অনুযায়ী রেনুয়াল এর জন্য আবেদন করতে হবে।

তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে সমস্ত শিক্ষার্থীরা একাদশ, দ্বাদশ ,গ্রাজুয়েশনের প্রথম বছরে অথবা পলিটেকনিকের প্রথম বছরে 60% নম্বর পাবে তারাই কেবলমাত্র রেনুয়াল করতে পারবে। তবে পোস্ট গ্রাজুয়েট কোর্সের জন্য 50% নাম্বার পেলে তবেই তারা রেনুয়াল করতে পারবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর হেল্পলাইন নাম্বার

Swami Vivakananda Scholarship 2024 Full Details : স্কলারশিপ আবেদনের সময় অথবা কোন জরুরী তথ্যের জন্য স্কলারশিপের হেল্প লাইন নাম্বারে ফোন করতে পারবে শিক্ষার্থীরা-

Toll Free No18001028014
Email I’d[email protected]
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad