Nabanna Scholarship 2024 Apply Now: আবেদন করলেই এই স্কলারশিপে মিলবে 10000 টাকা।

Last Updated:

Nabanna Scholarship 2024 Apply Now : আবেদন করলেই এই স্কলারশিপে মিলবে 10000 টাকা।আবেদন পদ্ধতি সব কিছু সহ জেনে নিন এক্ষুনি।

নবান্ন স্কলারশিপ কী এবং কারা পাবে

Nabanna Scholarship 2024 Apply Now : যোগ্য অথচ সুবিধাবঞ্চিত এমন শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হল নবান্ন স্কলারশিপ(Nabanna Scholarship)। এটি পরিচালিত হয় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ত্রান তহবিল (Chief Minister’s Relief Fund) বিভাগ দ্বারা। এখানে সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে যারা পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং সাথে সাথে সে সমস্ত ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে যারা কোন স্নাতকোত্তর বা ডিপ্লোমা(Diploma)/বি এ(B.A) /এমবিবিএস(MBBS)/বি টেক(B.Tech) /নার্সিং (Nursing) /ফার্মাসি(Pharmacy) / ল (Law) এর মত কোর্সগুলিতে পাঠরত আছে।

Swami Vivakananda Scholarship 2024 Full Details: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিস্তারিত জেনে নিন।

Nabanna Scholarship 2024 Apply Now

আগে নবান্ন স্কলারশিপ এর আবেদন অফলাইনে করতে হলেও এখন সেটি ঘরে বসেই অনলাইনে করতে পারবে ছাত্রছাত্রীরাআবেদনের জন্য নির্দিষ্ট কোন সময়সীমা বা শেষ তারিখ থাকে না তাই পড়ুয়ারা যেকোনো সময় আবেদন করতে পারবে।

দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশেই বেশ কয়েকটি স্কলারশিপ চালু করেছেন তাদের মধ্যে অন্যতম হলো নবান্ন স্কলারশিপ।

Nabanna Scholarship 2024 Apply Now : এটি পরিচালিত হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কার্যালয় দ্বারা। এটি একটি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল কর্মসূচি যার লক্ষ্য শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে রাজ্যের শিক্ষার হার বৃদ্ধি করা। সে সমস্ত ছাত্রছাত্রীরা শুধুমাত্র প্রতিবছর 10000 টাকা করে আর্থিক সাহায্য পাবে, যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর পেয়ে পাশ করেছে এবং যাদের বার্ষিক আয় 1,20,000 টাকার নিচে।

Nabanna Scholarship 2024 Apply Now : যদিও পূর্বে নবান্ন স্কলারশিপ আবেদনের জন্য শিক্ষার্থীদের প্রথমে আবেদন পত্রের পিডিএফ ডাউনলোড করে নিয়ে ভালোভাবে পূরণ করে স্পিড পোস্টের মাধ্যমে নবান্নের সংশ্লিষ্ট ঠিকানায় জমা দিতে হতো। কিন্তু বর্তমানে আবেদনকারীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি পোর্টাল চালু করেছেন যেখানে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে করতে পারবে আবেদন।

WB Madhymik Result Published Date 02 May 2024: অবশেষে ঘোষণা করা হলো মাধ্যমিক রেজাল্টের তারিখ

অনলাইনে আবেদন প্রক্রিয়া

  • অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীদের প্রথমেই নবান্ন স্কলারশিপ এর জন্য সদ্য চালু হওয়া অফিশিয়াল ওয়েবসাইট (www.cmrf.wb.gov.in) এ যেতে হবে,
  • এরপর Application for financial assistant for education অপশনে ক্লিক করতে হবে,
  • এরপর সমস্ত নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিয়ে I agree তে ক্লিক করতে হবে,
  • যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকবে না তাদের Haven’t yet অপশনে ক্লিক করতে হবে, আর যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকবে তারা সরাসরি লগইন করতে পারবে,
  • এরপর মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করে সাইন আপ করতে হবে,
  • এরপর নির্দিষ্ট মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে,
  • এরপর নিজের নাম ,বাবার নাম ,জেলা, পিনকোড ,পারিবারিক আয়সহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি সঠিকভাবে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে,
  • এরপর শিক্ষাগত তথ্যগুলি ও পূরণ করতে হবে,
  • এরপর সঠিকভাবে ব্যাংকের বিবরণ(ব্যাংকের নাম ,অ্যাকাউন্ট নাম্বার ,আইএফএসসি কোড ) দিতে হবে,
  • এরপর প্রয়োজনীয় নথিগুলি (সম্প্রতি তোলা ছবি, ইনকাম সার্টিফিকেট, সেলফ-ডিক্লারেশন, জন্ম সার্টিফিকেট,মাধ্যমিকের এডমিট কার্ড, মার্কশিট, ভর্তির রসিদ কপি ইত্যাদি ) নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে,
  • এরপর সমস্ত তথ্য এবং নথিপত্রগুলি ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে,
  • ফাইনাল সাবমিট হয়ে গেলে একটি রেফারেন্স আইডি দেওয়া হবে সেটি ভালোভাবে নোট করে রেখে দিতে হবে পরবর্তীতে ব্যবহারের জন্য। চাইলে আবেদনপত্রের পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিতে পারো।

নবান্ন স্কলারশিপ কারা পাবে

Nabanna Scholarship 2024 Apply Now : পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই স্কলারশিপের জন্য যেসব যোগ্যতার কথা বলা হয়েছে সেগুলি হল-

  • প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে,
  • মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর পেয়ে পাস করতে হবে,
  • মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আবেদনকারীকে অবশ্যই যে কোন স্বীকৃত বোর্ডে আন্ডার গ্রাজুয়েট বা স্নাতক কোর্স এ ভর্তি হতে হবে,
  • আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় সর্বোচ্চ 1,20,000 টাকার মধ্যে হতে হবে এবং একই সাথে পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোন স্কলারশিপ এর জন্য আবেদন না করে থাকলে তবে এই স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

প্রয়োজনীয় নথিপত্র

Nabanna Scholarship 2024 Apply Now : এই স্কলারশিপে আবেদনের জন্য যে সব নথিপত্র চাওয়া হয়েছে সেগুলি হল-

  • বাসস্থানের প্রমাণ পত্র,
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র,
  • ছাত্র-ছাত্রীর আঁধার /ভোটার/প্যান কার্ড,
  • পূর্ববর্তী পরীক্ষার মার্কশীট,
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড/জন্ম সার্টিফিকেট),
  • এমপি /বিধায়কের সুপারিশপত্র,
  • বর্তমান কোর্সের ভর্তির রশিদ,
  • বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি,
  • আবেদনকারী সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি,
  • ব্যাংকের পাসবুক,
  • আবেদনকারীর নিজস্ব স্বাক্ষর সহ সেলফ ডিক্লারেশন।

Helpline Number

Nabanna Scholarship 2024 Apply Now : আজকের এই প্রতিবেদনে আমরা নবান্ন স্কলারশিপ এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি, এছাড়াও আরো কিছু বিষয়ে জানতে হলে নবান্ন স্কলারশিপের টোল ফ্রি নম্বর বা ই-মেইল এর মাধ্যমে যোগাযোগ করুন।

টোল ফ্রি নম্বর(033) 2214 1902 বা (033) 2253 5278
ই-মেল[email protected]
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad