WB Librarian Recruitment 2024 : এবার রাজ্যের মাধ্যমিক স্কুলে লাইব্রেরিয়ান নিয়োগ!

Last Updated:

রাজ্যের সকল ছেলেমেয়েদের জন্য রয়েছে বিরাট সুখবর! রাজ্যের গুরুত্বপূর্ণ একটি বিদ্যালয়ে লাইব্রেরিয়ান (WB Librarian Recruitment 2024) সহ বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে কয়েকটি শূন্যপদে এখানে আবেদন করা যাবে। যেকোনো ভারতীয় নাগরিক এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। কর্মপ্রার্থীরা অফলাইনে আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনে রইলো আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতনের বিস্তারিত তথ্য। আসুন জেনে নেওয়া যাক।

১) পদের নাম- Librarian
মোট শূন্যপদ- ১টি।

শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট পদগুলিতে (WB Librarian Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। এর পাশাপাশি লাইব্রেরী সাইন্স বিষয়ের ওপর সংশ্লিষ্ট ডিগ্রী অথবা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, তবেই এখানে আবেদন করতে পারবেন।

বেতন – এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ৩২,১০০ টাকা। ( WB Librarian Recruitment 2024 )

বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৩৯ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।

২) পদের নাম- Sweeper
মোট শূন্যপদ- ১টি।

শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে, তবেই এখানে আবেদন করতে পারবেন।

বেতন – এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৭,০০০ টাকা।

বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনের নিচেই থাকা আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করার পর আবেদনপত্রে সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে সম্পূর্ণ আবেদনপত্রটি ভরে সেই খামটি নির্দিষ্ট সময়, তারিখ ও দপ্তরের ঠিকানায় জমা করতে হবে। তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা- President, Ideal School for the Deaf, CF — 217, Sector — 1, Saltlake, Kolkata — 700064

আবেদন শেষ তারিখ – ১৪ই ফেব্রুয়ারি, ২০২৪

Official website
https://www.north24parganas.gov.in/

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad