RRB Technician Recruitment 2024 : এবার রেলে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ ! জানুন বিস্তারিত

Last Updated:

News Desk : রাজ্যের সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর! এবার খুব শীঘ্রই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board) থেকে টেকনিশিয়ান পদে (RRB Technician Recruitment 2024) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যার শর্ট নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কর্মপ্রার্থীরা বাড়িতে বসে অনলাইনে আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনে রইলো আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতনের বিস্তারিত তথ্য। আসুন জেনে নেওয়া যাক।

নিয়োগ সংস্থা – Railway Recruitment Board

পদের নাম- Technician

মোট শূন্যপদ- 9000 টি।

শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে এবং ITI অথবা S.S.L.C পাশ সার্টিফিকেট থাকতে হবে।

বেতন – এই পদের ক্ষেত্রে মাসিক বেতন 19900থেকে 63200 টাকা পর্যন্ত।

বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে। সরকারি নিয়মানুসারে SC/ST কাস্টের প্রার্থীরা ০৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ০৩ বছর বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন। ( RRB Technician Recruitment 2024 )

নিয়োগ পদ্ধতি – প্রার্থীদের সংশ্লিষ্ট পদগুলিতে চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরের স্টেপে CBT-2 হবে। যারা পাশ করবেন, তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। সবশেষে, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আরো পড়ুন :- জুডিশিয়াল একাডেমিতে নিয়োগ, ভালো বেতন! আবেদন করুন

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে। RRB-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে, মাধ্যমিকের তথ্য দিয়ে। এরপরে, নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর, ইমেল আইডি দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। সবশেষে, পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচার আপলোড করে, আবেদন ফি পেমেন্ট করতে হবে। ফর্ম ফিলাপ হয়ে গেলে, সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। (RRB Technician Recruitment 2024)

আবেদন শুর – March ২০২৪

আবেদনের শেষ– এপ্রিল 2024

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad