WB Higher Secondary Result Published 2024: আগামী বুধবারই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল

Published On:

WEST BENGAL HIGHER SECONDARY RESULT 2024 : আগামী বুধবারই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল !! শেষ মুহূর্তের আপডেট দেখে নিন তাড়াতাড়ি।

WB Higher Secondary Result Published 2024

WB HS Result update 2024: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। ফলাফল প্রকাশিত হবে ৮ মে অর্থাৎ বুধবার। প্রতিবছরের মতো এ বছরেও শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে এসএমএস এবং অনলাইন মারফত। অনলাইনের মাধ্যমে ফলাফল চেক করা এবং রেজাল্টের শেষ মুহূর্তের কিছু আপডেট নিয়ে আজকের প্রতিবেদনটি।

Nabanna Scholarship 2024 Apply Now: আবেদন করলেই এই স্কলারশিপে মিলবে 10000 টাকা।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৮ ই মে অর্থাৎ বুধবার দুপুর ১ টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের এবং ঠিক তার ২ ঘন্টা পর অর্থাৎ বিকেল ৩ টা থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে। ফলাফল দেখার জন্য অবশ্যই এডমিট কার্ড সঙ্গে রাখতে হবে শিক্ষার্থীদের।

কোন কোন ওয়েবসাইটে জানা যাবে ফলাফল

মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশিত ওয়েবসাইটগুলিতে লগইন করে ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা। যেসব ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে সেগুলি হল-

যদিও শিক্ষার্থীরা এইসব পোর্টালের মাধ্যমে রেজাল্ট জানার পাশাপাশি তাদের সম্ভাব্য ফলাফলও ডাউনলোড করতে পারবে।

ছাত্রছাত্রীরা কিভাবে ফলাফল দেখতে পারবে

প্রথমে শিক্ষার্থীদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির ওয়েবসাইট গুলির মধ্যে যেকোনো একটি খুলতে হবে। এরপর হোম অপশনে গিয়ে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট ২০২৪(WEST BENGAL HIGHER SECONDARY EXAMINATION RESULT 2024) এই অপশনটিতে ক্লিক করে নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলে ফলাফল দেখতে পাবে শিক্ষার্থীরা।

রেজাল্ট বেরোনোর আগে থেকে রেজাল্ট বেরোনোর পরবর্তী সম্পূর্ণ গাইডেন্স পেতে আমাদের telegram চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। সর্বদা.com এর পক্ষ থেকে সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল অগ্রিম শুভকামনা।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad