Postpone HS Admission Process 2024: স্থগিত করা হলো একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া ? জানবো বিস্তারিত

Published On:

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বা ফলাফল।এবার সমস্ত স্কুলের শুরু একাদশ শ্রেণির ভর্তির প্রক্রিয়া।বাংলার আরেকটি স্কুল কি তবে শিক্ষকের অভাবে বন্ধ!!! শোরগোল পড়ে গেল , স্থগিত করা হল একাদশ শ্রেণি ভর্তি নিয়ে।

কথায় আছে,”একটা পুরো সমাজব্যবস্থাকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেললেই যথেষ্ট”। আর এখন বাংলায় সেটাই ঘটে চলেছে প্রতিনিয়ত। আজ কাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়দের সেই ভূমি। শেষ হতে চলেছে বাংলার সেই পুরনো উজ্জ্বল গৌরব। পশ্চিমবঙ্গ আজ নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত।

HS Subject Choices Gained Number 2024: কোন বিষয়ে কত নম্বর চাই উচ্চমাধ্যমিকে নতুন বিষয় নির্বাচনের জন্য?

শিক্ষকের হাহাকার রয়েছে রাজ্যের প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলিতে। স্থায়ী শিক্ষক থেকে শুরু করে শিক্ষা কর্মী সব কিছুরই কমতি রয়েছে স্কুলগুলিতে যার ফলে বিভিন্ন স্কুলে পঠন-পাঠন বন্ধের মুখে। সম্প্রতি বীরভূমের একটি স্কুলে একাদশ শ্রেণির ভর্তিই বন্ধ করে দেওয়া হলো শিক্ষকের অভাবে। স্কুলে নোটিশ টাঙিয়ে জানানো হলো পর্যাপ্ত শিক্ষকের অভাবে পঠন-পাঠন তো দূরের কথা একাদশ শ্রেণির ভর্তি স্থগিত রাখা হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি নোটিসের ছবি। ঘটনাটি যে বীরভূমের তা ভাইরাল ছবিটি দেখেই বোঝা যাচ্ছে। গোটা রাজ্যে শোরগোল ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে জাজিগ্রাম সর্বোদয় আশ্রম হাই স্কুলে। বিজ্ঞপ্তিটি সকলের নজর কাড়লেও এটি সত্য কি মিথ্যা তা স্পষ্ট জানা যায়নি

বীরভূমের জাজিগ্রাম সর্বোদয় আশ্রম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয় বিগত ২ রা মে ২০২৪ তারিখে। সমস্ত ছাত্র-ছাত্রী ,অভিভাবক- অভিভাবিকা এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছিল ২০২৪ ২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। নেটপাড়ায় বিজ্ঞপ্তির ছবিটি ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad