SSC Jobs Recruitment 2024 : প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে এসএসসির মাধ্যমে

Published On:

SSC Jobs Recruitment 2024 : সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যেখানে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।

SSC Jobs Recruitment 2024

SSC Jobs Recruitment 2024 : চাকরিপ্রার্থীদের জন্য দারুন একটি সুখবর প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যেখানে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে করতে পারবেন আবেদন। পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন এখানে। আবেদন পদ্ধতির, শিক্ষাগত যোগ্যতা , আবেদনের শেষ তারিখ সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।

পদের নাম

Junior Engineer (Civil, Mechanical, Electrical)

মোট শূন্যপদ

বিজ্ঞপ্তিতে মোট ৯৬৮ টি শূন্যপদের কথা জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিভাগীয় বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

HS Persentile System 2024 Start New Reshult Rules : ছাত্র-ছাত্রীদের পার্সেন্টাইল দেওয়া হবে মূল নম্বরে পাশাপাশি

বয়সসীমা

আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি

  • চাকরিপ্রার্থীদের অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন এর জন্য প্রথমেই স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://ssc.nic.in/ ) এ ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • এরপর আইডি ও পাসয়ার্ড দিয়ে log in করে নিজের সব তথ্য নির্ভুল ভাবে দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে, যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তবে পুরোনো আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই হয়ে যাবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টের ,ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে।
  • এরপর নির্দিষ্ট আবেদন মূল্য সহ ফর্মটি ভালো ভাবে চেক করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন ফি

মহিলা এবং সংরক্ষিত শ্রেণীদের কোন প্রকার আবেদন ফি লাগবেনা। জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে ১০০ টাকা করে আবেদন ফি জমা করতে হবে। নেট ব্যাঙ্কিং , ইউপিআই অথবা ডেবিট কার্ডের মাধ্যমে জমা করা যাবে আবেদন ফি।

আবেদনের শেষ তারিখ

আবেদন প্রক্রিয়া চলবে ১৮ই এপ্রিল ২০২৪ পর্যন্ত।

Apply Now

Official NoticeClick Here
WebsiteClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad