HS Persentile System 2024 Start New Reshult Rules : ছাত্র-ছাত্রীদের পার্সেন্টাইল দেওয়া হবে মূল নম্বরে পাশাপাশি

Published On:

HS Persentile System 2024 : নতুন নিয়ম নিয়ে আসা হলো উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা তৈরিতে , ছাত্র-ছাত্রীদের ‘পার্সেন্টাইল’ দেওয়া হবে মূল নম্বরে পাশাপাশি।

HS Persentile System 2024 Start New Reshult Rules

শীঘ্রই প্রকাশ পেতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা তৈরিতে। বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।

HS Persentile System 2024 : ইতিমধ্যে চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে যার ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কথা জানানো হয়েছিল আগেই ,এবার থেকে ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নাম্বারের পাশাপাশি ‘পারসেন্টাইল’ দেওয়ার কথা জানানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধা তালিকায় অবস্থান স্পষ্ট করতে সুবিধা হওয়ার জন্যই নতুন এই পদ্ধতি শুরু করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

সংসদ সভাপতি চিরঞ্জী ভট্টাচার্য বৃহস্পতিবার জানান-“২০২৬ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মোট নম্বরের ‘পার্সেন্টাইল’ যেমন দেওয়া হবে সে রকমই বিষয়ভিত্তিক ‘পার্সেন্টাইল’ও দেওয়া হবে।”
একজন পরীক্ষার্থী তার অবস্থান পরিষ্কারভাবে বুঝতে পারবে এ পদ্ধতির মাধ্যমে। এমনকি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও অনেকটাই লাভবান হবে শিক্ষার্থীরা।

What is Persentile Number?

HS Persentile System 2024 : উদাহরণস্বরূপ বলা যায় যদি কোন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯০ পেয়ে থাকে এবং যদি এই নম্বর ই সর্বোচ্চ নম্বর হয় তাহলে তার পার্সেন্টাইল হবে ১০০। এবং এই নম্বরটি সর্বোচ্চ ধরে নিয়ে বাকি পরীক্ষার্থীদের পার্সেন্টাল বিবেচনা করা হবে। এমনকি কেউ যেকোনো একটি বিষয়ে ১০০ পার্সেন্টাল পেলে বুঝে নিতে হবে ওই বিষয়ে সেই শিক্ষার্থী সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে।

Holiday List for West Bengal Puja Vacation 2024 : পরিবর্তন করা হলো দুর্গাপূজোর ছুটির নিয়ম

কেন্দ্রীয় স্তরের বিভিন্ন পরীক্ষাগুলির ক্ষেত্রে এই পার্সেন্টাইল প্রথা চালু আছে ,এমনকি বিশ্বের বিভিন্ন বড় পরীক্ষারগুলির ক্ষেত্রেও দেওয়া হয় এই পার্সেন্টাইল। তাই এবার নম্বরের গুণগতমান বাড়াতে রাজ্য সরকারও এই নিয়ম চালু করতে চলেছে। এর ফলে দেশে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটাই সুযোগ সুবিধা পাবে ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যে সভাপতি জানিয়েছেন খুব দ্রুত উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের কাজ চলছে। সংসদের কাছে প্রায় ৮০ শতাংশ পরীক্ষার্থীর নম্বর জমা পড়েছে অনলাইন এর মাধ্যমে। মাধ্যমিকের ফল প্রকাশের পরে পরেই খুব দ্রুতই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad