Data Science & AI New Curriculum Included in HS: উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচিতে AI ও ডেটা সাইন্স

Published On:

Data Science & AI : প্রযুক্তি শিক্ষায় জোর বাড়াতে তবে কি এবার উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচিতে AI(Artificial Intelligence) ও ডেটা সাইন্স

Data Science & AI New Curriculum Included in HS:

Data Science & AI : প্রযুক্তিগত দিক থেকে অগ্রগতির জন্য একটি স্বল্প মেয়াদী কোর্স করানোর পরিকল্পনা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষকদের নোটিশ পাঠানো হয়েছে “বুটস্ট্র্যাপ প্রোগ্রাম ” নামের এই কোর্সটির।

Data Science & AI : সম্প্রতি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চমাধ্যমিক স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সাইন্স বিষয় দুটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয় দুটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষেই শুরু করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও পাঠ্যক্রমকে আরো উন্নত করতে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ও কম্পিউটার সাইন্স বিষয়ে দুটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।

Data Science & AI : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রযুক্তিগত বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক এমন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিষয়গুলি সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করার উদ্দেশ্যে এই স্বল্পমেয়াদী কোর্স করানোর পরিকল্পনা করেছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ “বুটস্ট্রাপ প্রোগ্রাম” নামে এই পোস্টটি সম্পর্কে জানাতে সব স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুসারে স্কুল গুলিকে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের এই কোর্সটি করানোর পরামর্শ দেওয়া হয়েছে। মোট 14 টি দেড় থেকে দুই ঘন্টার ক্লাস থাকবে এই কোর্সে প্রাকটিক্যাল ও থিওরি মিলিয়ে।

HS Persentile System 2024 Start New Reshult Rules : ছাত্র-ছাত্রীদের পার্সেন্টাইল দেওয়া হবে মূল নম্বরে পাশাপাশি

এই কোর্সের মাধ্যমে প্রযুক্তিগত বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে আগ্রহী পড়ুয়াদের কম্পিউটার সায়েন্স (Computer Science) সম্পর্কিত বেসিক টার্মসের সঙ্গে পরিচিতি ঘটানো এবং তাদের মধ্যে বিষয়গুলির গুরুত্বপূর্ণ ধারণা ও পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করাই সংসদের লক্ষ্য। তবে সংসদের পক্ষ্য থেকে জানানো হয়েছে কোর্সটি সবার জন্য বাধ্যতামূলক নয়।

এই মুহূর্তে ডিজিটাল দুনিয়ায় ব্যাপক প্রয়োগ দেখা গিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর।খুব সহজেই এক সাথে অনেক কাজ করা যায় এই প্রযুক্তির মাধ্যমে। এই নিয়ে ব্যাপক গবেষণা চলছে বিশ্বজুড়ে। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মনে করছে উচ্চমাধ্যমিক স্তরে এআই সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া খুব প্রয়োজন। সংসদ সূত্রের খবর উচ্চমাধ্যমিক এর পর যে সমস্ত ছাত্রছাত্রী প্রযুক্তি বিজ্ঞান নিয়ে পড়াশুনা করবে তাদের প্রাথমিক শিক্ষা কিছুটা হয়েই থাকবে। ফলে উচ্চশিক্ষায় অনেকটাই সুবিধা হবে পড়ুয়াদের। শিক্ষাবিদদের একাংশ সাধুবাদ জানিয়েছেন সংসদের এই উদ্যোগকে।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad