Holiday List for West Bengal Puja Vacation 2024 : পরিবর্তন করা হলো দুর্গাপূজোর ছুটির নিয়ম

Published On:

সম্প্রতি খবর অনুযায়ী এই বছর প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুলগুলির দুর্গাপুজোর ছুটি সবার জন্য সমান থাকছে না। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির ছুটি একই থাকলেও প্রাথমিক স্তরের স্কুলগুলির ছুটি কিছুটা কমবে।

Holiday List for West Bengal Puja Vacation 2024

প্রতিবছর স্কুলগুলিতে একটানা অনেকদিন গরমে ছুটি থাকে। যদিও এবার গরমের ছুটি বৃদ্ধি পাওয়ার পিছনে লোকসভা নির্বাচন বিশেষ কারণ হিসেবে দাঁড়িয়েছে। প্রতিবছর যেখানে গরমের ছুটি ১০ দিন পাওয়ার কথা সেখানে ছুটি বেড়ে দাঁড়িয়েছে ২২ দিন। সিদ্ধান্ত অনুযায়ী গরমের ছুটি থাকবে আগামী ৬ মে থেকে ২ জুন পর্যন্ত।

চলতি বছর দূর্গা পূজা এবং লক্ষ্মী পূজোর জন্য ৭ ই অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে প্রাথমিক স্কুল গুলি। যা ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। অর্থাৎ দুর্গাপূজো এবং লক্ষ্মীপূজো উপলক্ষে মোট ১১ দিন ছুটি পাবে শিক্ষার্থীরা। যদিও পরে আবার ভাইফোঁটা এবং কালীপূজোর জন্য ৩১ শে অক্টোবর থেকে ৪ ই নভেম্বর পর্যন্ত অর্থাৎ ৪ দিন ছুটি পাবে শিক্ষার্থীরা।

Job Recruitment In Tata Motors 2024 : মাধ্যমিক পাশেই 2500 শূন্যপদে টাটা মোটরসে চাকরির সুযোগ

প্রাথমিক স্কুলের ক্ষেত্রে ছুটির নিয়ম এমন হলেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল গুলোর ক্ষেত্রে এইসব নিয়ম কার্যকরী হবে না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল গুলি দুর্গাপূজার ছুটি থাকবে ৭ই অক্টোবর থেকে ৫ ই নভেম্বর পর্যন্ত। শুধুমাত্র প্রাথমিক স্কুলগুলির ছুটিতে কাটছাট করা হলেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল গুলি পূজোর ছুটি আগের মতোই একটানা পাবে।

আসন্ন দুর্গাপূজোয় রাজ্যের ৫০ হাজার প্রাথমিক স্কুল খোলা থাকবে ১৯ অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত ছুটির এই বৈষম্যের কারণে। আবার ঠিক ওই একই সময়ে ৯৯৯১ টি মাধ্যমিক এবং ৬৭৭১ টি উচ্চমাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। যদিও অনেক পড়ুয়া এবং অভিভাবকের মতে প্রাথমিক স্তরের স্কুল গুলির মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলও খুলে রাখা উচিত।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad