Dress Code For Teachers 2024 : জিন্স পড়ে আর স্কুলে নয় ,শিক্ষকদের পোশাক বিধির অভিযোগ নিয়ে কলকাতায় ফরমান শিক্ষা আধিকারিকের

Published On:

Dress Code For Teachers 2024 : রবিবার জেলা স্কুল পরিদর্শক শিক্ষা দপ্তরের বেশ কয়েকটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের নির্দেশ দিয়ে প্রধান শিক্ষকদের বার্তা পাঠিয়েছেন।

  • শিক্ষকদের নিয়মিত নিতে হবে অ্যাটেনডেন্স,
  • শিক্ষকরা জিন্স পরে স্কুলে আসতে পারবেন না।

Dress Code For Teachers 2024

Dress Code For Teachers 2024 : সম্প্রতি একটি বিতর্ক তৈরি হয়েছিল কলকাতার জেলা পুলিশ পরিদর্শক(DI) এর একটি নির্দেশনা কে ঘিরে। যেখানে DI একটি WHATSAPP গ্রুপে বার্তা দিয়েছিলেন যে শিক্ষকরা জিন্স বা ইনফরমাল কোন পোশাক পরে স্কুলে আসতে পারবেন না। যদিও ডিআই কর্তৃক সেই নির্দেশ প্রত্যাহার করে নেয়া হয় 12 ঘন্টা কাটতে না কাটতেই। তবে বিতর্ক তৈরি হয়েছে এমন বার্তাকে ঘিরে। যার কারণে শিক্ষকরা তীব্র সমালোচনায় সরব হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী রবিবার স্কুল শিক্ষা দপ্তরের বেশ কয়েকটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা পরিদর্শক স্কুলের প্রধান শিক্ষকদের বার্তা পাঠিয়ে দুইটি নির্দেশ পালন করতে বলেছিলেন।

প্রথমত শিক্ষকদের নিয়মিত নিতে হবে এটেন্ডেন্স এবং শিক্ষকদের নির্দিষ্ট সময়ের পরে স্কুলে এলে ঢুকতে দেওয়া হবে না। এরপর যে বার্তাটি পাঠানো হয়েছে সেটিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তাতেই বলা হয়েছে পোশাক বিধির ব্যাপারে। অবশ্য রাতের বেলায় পোশাক বিধি নিয়ে হোয়াটসঅ্যাপের বার্তা এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ডিআই। তা সত্ত্বেও থামেনি বিতর্ক।

WBCHSE Semester 2024 New Syllabus Download : Know More

উল্লেখ্য প্রসঙ্গে ডিআই সঞ্জয় চট্টোপাধ্যায়ের বক্তব্য পড়ুয়াদের মনে প্রভাব ফেলতে পারে শিক্ষক-শিক্ষিকাদের পোশাক। শিক্ষক শিক্ষিকাদের পোশাক নকল করার একটা প্রবণতা থাকে শিক্ষার্থীদের মনে। সেক্ষেত্রে যদি শিক্ষকরা জিন্স বা ইনফরমাল জাতীয় কোন পোশাক পরে তাহলে সেটা শিক্ষার্থীদের মনে বিরূপ প্রভাব পড়তে পারে। যার জন্য এমন বার্তা পাঠানো হয়েছিল বলে তার দাবি।

তবে শিক্ষক শিক্ষিকাদের একাংশ ডি আই এর এমন যুক্তিতে সন্তুষ্ট নন। তাদের দাবি শিক্ষক-শিক্ষিকারা কি পরছেন তার ভিত্তিতে নয় বরং তারা কি পড়াচ্ছেন তার ভিত্তিতেই বিশ্লেষণ হওয়া উচিত। তাদের বক্তব্য জিন্স কোন অশ্লীল পোশাক বা অপসংস্কৃতির প্রতীক নয়। তাই তারা ডিআইয়ের এমন মন্তব্য কে বিস্ময়কর বলে মনে করেছেন।

Dress Code For Teachers 2024 : শিক্ষকদের একটি সংগঠন তীব্র সমালোচনা করেছেন বিষয়টির। যদিও অনেকে স্বাগত জানিয়েছেন ডিআই এর এমন চিন্তাভাবনাকে। তবে সত্যি সত্যি কি জিন্স শিশু মনে প্রভাব ফেলতে পারে ? তাই নিয়ে উঠেছে প্রশ্ন। শিশু বিশেষজ্ঞদের দাবি এগুলি হল সেকেলে মনোভাব। গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষকদের ব্যবহার এবং তাদের পড়ানোর ধরন ,যেটা দেখে তাদের বিচার করা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য যে স্কুলে পোশাক বিতর্ক নিয়ে এই প্রথমবার নয় এর আগেও বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad