NVS Non-teaching Requirment 2024 : 1377 টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল নবোদয় বিদ্যালয়

Published On:

NVS Non-teaching Requirment 2024 : 1377 টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল নবোদয় বিদ্যালয়, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দেখে নিন তাড়াতাড়ি।

NVS Non-teaching Requirment 2024

NVS Non-teaching Requirment 2024: প্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর। নবোদয় বিদ্যালয় সমিতির সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে নন টিচিং স্টাফ নিয়োগের কথা বলা হয়েছে, যার আবেদন প্রক্রিয়ার শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে মোট ১৩৭৭টি শুন্য পদের কথা জানানো হয়েছে যাদের HQ/আঞ্চলিক অফিসে এবং NV-এর জওহর নবোদয় বিদ্যালয়ে নিয়োগ করা হবে। ভারতের যে কোন জায়গায় নিয়োগ করা হতে পারে প্রার্থীদের।

শূন্যপদ

বিজ্ঞপ্তিতে যেসব শূন্যপদের কথা জানানো হয়েছে সেগুলি হল-

  1. মহিলা স্টাফ নার্স – 121 টি
  2. সহকারি সেকশন অফিসার – 5 টি
  3. অডিট সহকারি – 12 টি
  4. জুনিয়র ট্রান্সলেশন অফিসার – 4 টি
  5. আইন সহকারী – 1 টি
  6. স্টেনোগ্রাফার -23 টি
  7. কম্পিউটার অপারেটর – 2 টি
  8. ক্যাটারিং সুপারভাইজার – 78 টি
  9. জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট – 381 টি
  10. ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার – 128 টি
  11. ল্যাব এটেনডেন্ট – 161 টি
  12. মেস হেল্পার – 442 টি
  13. MTS – 19 টি

শিক্ষাগত যোগ্যতা

  1. মহিলা স্টাফ নার্স- ভারতবর্ষের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং এ বিএসসি কোর্স থাকতে হবে।যেকোনো রাজ্য নার্সিং কাউন্সিলের সাথে নার্স বা নার্স মিডওয়াইফ হিসাবে যুক্ত থাকতে হবে। নূন্যতম পঞ্চাশ বেডের হসপিটালে আড়াই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  2. সহকারি সেকশন অফিসার- স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।
  3. অডিট সহকারী-যে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে B.COM ডিগ্রী থাকতে হবে।
  4. জুনিয়র ট্রান্সলেশন অফিসার- ইংরেজি সহ হিন্দিতে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
  5. আইন সহকারী- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ল (Law) নিয়ে ডিগ্রী থাকতে হবে।
  6. কম্পিউটার অপারেটর- BCA/B.Sc/B. Tech (কম্পিউটার সাইন্স/আইটি) একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় করা থাকতে হবে।
  7. ক্যাটারিং সুপারভাইজার- ভারতবর্ষের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্ট এর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  8. জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট- স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক করে থাকতে হবে। ইংরেজি টাইপরাইটিং এ নূন্যতম 30 wpm বা হিন্দি টাইপরাইটিং এ ন্যূনতম ২৫ wpm এর দক্ষতা থাকতে হবে।
  9. ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার- প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণী পাস হতে হবে , সঙ্গে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI) এর সার্টিফিকেট থাকতে হবে।
  10. ল্যাব এটেনডেন্ট- প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণী পাস হতে হবে সাথে ল্যাবরেটরিতে গ্রাজুয়েশন বা ডিপ্লোমা করে থাকতে হবে।
  11. মেস হেল্পার-যে কোন স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাস থাকতে হবে।
  12. MTS- প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাস হতে হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদনের জন্য প্রথমে NVS এর অফিসিয়াল ওয়েবসাইট https://navodaya.gov.in/ এ ভিজিট করতে হবে। যদিও NVS এর পক্ষ থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া এখনও শুরু হয়নি তবে এটি প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের যথাসময়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

Download NotificationClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad