WBCHSE Semester 2024 New Syllabus Download : উচ্চ মাধ্যমিক নতুন সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন পিডিএফ ডাউনলোড!

Published On:

WBCHSE Semester 2024 New Syllabus Download : পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বোর্ডের মোট বিষয় সংখ্যা ৬২ টি । তার মধ্যে সিলেবাস পরিবর্তন হচ্ছে ৪৯ টি বিষয়ের। সিলেবাস পরিবর্তন হয়নি ১৩ টি ভোকেশনাল সাবজেক্টের। শেষ সিলেবাস সংশোধন করা হয়েছিল ১১ বছর আগে। নতুন সিলেবাসে সংযুক্ত হচ্ছে প্রজেক্ট , ইন্টার্নশিপ । উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের জন্য 0 পেলেও বসা যাবে পরে সেমিস্টারে।

WBCHSE Semester 2024 New Syllabus Download

WBCHSE Semester 2024 New Syllabus Download :সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে বাংলাতে গদ্য ও কবিতাতে । ইতিহাসে আধুনিক ভারতের ইতিহাসের সাথে যুক্ত হয়েছে ৭১ এর মুক্তিযুদ্ধ, ভারতের বিদেশনীতি,পরমাণু নীতি। খুব একটা পরিবর্তন হচ্ছে না বিজ্ঞানের বিষয়গুলি। সিলেবাস একই থাকছে গণিত,পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীব বিদ্যার। সিলেবাস সেমিস্টার সিস্টেমে চার ভাগে ভাগ করা হয়েছে। ট্যাক্স এর নতুন রুলস এবং নিয়মকানুন গুলো আপডেট করা হয়েছে কমার্স এবং বাণিজ্য বিভাগের বিষয়গুলিতে।

কোন সেমিস্টার কিভাবে ভাগ করা হয়েছে ?

চারটি সেমিস্টার : একাদশ ও দ্বাদশ শ্রেণী

প্রতিটি বিষয়ে পড়ানোর জন্য ২০০ ঘন্টা সময় নির্ধারিত হয়েছে  স্কুলে প্রত্যেক বছর । সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে নতুন শিক্ষা নীতিতে।

 • ১০০ ঘন্টা পড়াশোনা প্রথম সেমিস্টারের জন্য।
 • ৮০ ঘন্টা পড়াশোনা দ্বিতীয় সেমিস্টারের জন্য।
 • বাকি ২০ ঘন্টা থাকছে ‘রেমিডিয়াল ক্লাসে’অথবা ‘হোম অ্যাসাইনমেন্ট’ এর জন্য। তার মধ্যেই থাকবে প্রজেক্ট ও ইন্টার্নশিপ এর কাজ।

সিস্টেম ইমপ্লিমেন্ট হচ্ছে একাদশ দ্বাদশে সেমিস্টার । নোটিফিকেশনের মাধ্যমে সামার ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক স্কুলকে । তাতেও সময় নির্ধারিত করে দেওয়া থাকবে।

আরও পড়ো :: উচ্চমাধ‍্যমিকের নতুন সিলেবাস বই কবে পাবে পড়ুয়ারা?জানাবো বিস্তারিত

একাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, তা গণ্য হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার হিসাবে।

আর দ্বাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, তা গণ্য হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার হিসাবে।

পরীক্ষার প্যাটার্ন ও নম্বর বিভাজন

 • ৭০ নম্বর লিখিত,
 • ৩০ নম্বর প্র্যাকটিক্যাল থাকবে।
 • প্রত্যেক সেমেস্টারের জন্য বরাদ্দ ৩৫ নম্বর।
 • দুটো সেমেস্টারে মিলিয়ে ৭০।
 • প্র্যাকটিক্যাল পরীক্ষা একবারই, সেটা হবে লিখিত পরীক্ষার শেষে।
 • প্র্যাকটিক্যাল না থাকলে ৮০ নম্বর লিখিত পরীক্ষা হবে।
 • ২০ নম্বর প্র্যাকটিক্যাল।
 • ৭০-এ পরীক্ষা হলে ২১ পেলে পাশ বলে বিবেচিত হবে।
 • ৮০ নম্বরের মধ্যে ২৪ পেলে পাশ বলে গণ্য করা হবে।
 • একাদশ শ্রেণির পরীক্ষার দায়িত্ব স্কুলের।

রুটিন করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার হবে OMR শিটে। ‘কমন’ অর্থাৎ একই অ্যাডমিট কার্ডে দ্বাদশ শ্রেণির থার্ড ও ফোর্থ সেমেস্টার হবে।

“Odd” সেমিস্টার অর্থাৎ, প্রথম ও তৃতীয় সেমিস্টার (একাদশের প্রথম ও দ্বাদশের তৃতীয়)নভেম্বর
“Even” সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় ও চতুর্থ (একাদশের দ্বিতীয় ও দ্বাদশের চতুর্থ)মার্চে

প্রত্যেকটি সেমিস্টারের জন্য নির্ধারিত সময়

 • ফার্স্ট সেমেস্টার – ১ঃ৩০ ঘণ্টা,
 • দ্বিতীয় সেমেস্টার- ১ঃ৩০ ঘণ্টা,
 • তৃতীয় সেমেস্টার – ১ঃ৩০ ঘণ্টা,
 • চতুর্থ সেমেস্টার- ২ ঘণ্টা।
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad