WEBEL Online Cirtificate Course on Cyber Security 2024: সাইবার ক্রাইম সম্পর্কে পড়ুয়াদের সচেতন করতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ

Published On:

WEBEL Online Certificate Course On Cyber Security: আমরা ক্রমশই সময়ের সঙ্গে তাল দিয়ে ডিজিটাল হয়ে চলেছি। তথাকথিত ডিজিটাল সিস্টেম এর উপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছি ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে। টাকা লেনদেন থেকে শুরু করে ডকুমেন্ট ভেরিফিকেশন বা গুরুত্বপূর্ণ ফাইল সাবমিট সব ক্ষেত্রেই আমরা অনলাইনের উপর নির্ভরশীল। আর আমাদের এই নির্ভরতার সুযোগ নিয়ে ক্রমশই বেড়ে চলেছে সাইবার ক্রাইম যা ধীরে ধীরে আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তাই রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের সংযত করতে নতুন এই কোর্সটি শুরু করতে চলেছেন। চলুন জেনে নেওয়া যাক সাইবার ক্রাইম আসলে কি?

WEBEL Online Cirtificate Course on Cyber Security 2024

“সাইবার ক্রাইম” কথাটির শুনতে ছোট হলেও এর বিস্তার অনেক বড়। মানুষ আজকাল অনলাইন নির্ভরশীল হয়ে যাওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনলাইন ব্যবহার করে থাকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারকরা আমার আপনার সমস্ত গোপনীয় তথ্য খুব সহজেই পেয়ে যাচ্ছে । কিন্তু আপনি হয়তো কখনো বুঝতেও পারেননি কি করে আপনার গুরুত্বপূর্ণ তথ্য প্রতারকের হাতে চলে গিয়েছে। আরে এতে খুব বড়সড় ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষজন। যেটাকে বলা হচ্ছে সাইবার ক্রাইম অর্থাৎ অনলাইনে প্রতারণা।সাইবার প্রতারকরা যে শুধুমাত্র আপনার দেশের লোকজনই হবে তা কিন্তু নয় বিদেশ থেকেও চলছে এই চক্র। তবে কিভাবে এই প্রতারকদের হাত থেকে নিজেকে বাঁচানো যায় তা নিয়েই রাজ্য সরকারের এই নতুন উদ্যোগ যেখানে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সাইবারের সহজ পাঠ নামে একটি কোর্স শুরু হতে যাচ্ছে।

সাইবারের সহজপাঠ

শুধুমাত্র অনলাইনে এর ব্যবহার জানলেই হবে না সেটা কিভাবে ব্যবহার করলে নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে তা নিয়েই শুরু হতে যাচ্ছে এই কোর্স। যে কেউ করতে পারে এই কোর্সটি।এই কোর্সটি জনসাধারণের উদ্দেশ্যে বিনামূল্যে করানো হচ্ছে ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে।কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে করানোর পর সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সার্টিফিকেটও। আপনি যদি কোর্সটি করতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া পোর্টালে রেজিস্ট্রেশন করে নিন।

জিন্স পড়ে আর স্কুলে নয় ,শিক্ষকদের পোশাক বিধির অভিযোগ নিয়ে কলকাতায় ফরমান শিক্ষা আধিকারিকের : Know More

সাইবার সিকিউরিটির জন্য যে যে তথ্যগুলি আপনাকে অবশ্যই জানতে হবে

  • কারো সঙ্গে শেয়ার করবেন না
    আপনার ব্যক্তিগত ফোন বা কোন অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড।
  • এসএমএস বা লিংক এর মাধ্যমে আসা লোভনীয় অফারগুলিতে ক্লিক করবেন না।
  • ওটিপি কারো সঙ্গে শেয়ার করবেন না।
  • সোশ্যাল মিডিয়া থেকে অত্যন্ত সাবধান, অচেনা বন্ধু বা কারো সঙ্গে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

***আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার সিকিউরিটি আপনার হাতেই। তাই অনলাইন ব্যবহারের সময় অবশ্যই সর্তকতা অবলম্বন করুন তবেই সাইবার ক্রাইম প্রতিরোধ করা সম্ভব হবে।

সরাসরি রেজিস্টার করতে এখানে ক্লিক করুনClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad