WBCHSE HS Test Exam New Update 2024 : উচ্চমাধ্যমিকে আর নেওয়া হবে না টেস্ট পরীক্ষা

Published On:

WBCHSE HS Test Exam New Update 2024 : উচ্চমাধ্যমিকে আর নেওয়া হবে না ‘টেস্ট পরীক্ষা’। নতুন নিয়মে বিশেষ বদল আনল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

WBCHSE HS Test Exam New Update 2024

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছেন। নতুন নির্দেশিকা অনুসারে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে টেস্ট পরীক্ষা। আজকের এই প্রতিবেদনে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

WBCHSE HS Test Exam New Update 2024: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হল ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনের ক্ষেত্রে অন্যতম দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। দীর্ঘদিন ধরেই এই দুটি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়। বর্তমানে পঠন-পাঠন এবং পরীক্ষা ব্যবস্থায় অনেক বদল হয়েছে জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার পর। লোকসভায় বিভিন্ন প্রকার গঠনগত শিক্ষা ব্যবস্থার প্রস্তাব পাস করা হয়েছে প্রাথমিক তথা বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নতুন শিক্ষানীতি অনুকরণে পশ্চিমবঙ্গের নিজস্ব শিক্ষানীতি চালু করার কথা জানিয়েছিলেন। অবশেষে দীর্ঘ আলাপ আলোচনার পর রাজ্য সরকার নতুন শিক্ষানীতির লাগু করতে চলেছে।

চিরাচরিত এই উচ্চমাধ্যমিক পরীক্ষার সিস্টেম পরিবর্তন হচ্ছে নতুন এই শিক্ষানীতিতে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই জানিয়ে দিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হবে অর্থাৎ বছরে দুটো পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। স্বাভাবিকভাবেই বছরে দুটো সেমিস্টার হলে আলাদা করে টেস্ট পরীক্ষা নেওয়ার কোন প্রয়োজন থাকবে না। ফলে শিক্ষার্থীদের আলাদাভাবে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে ফাইনাল পরীক্ষার জন্য উত্তীর্ণ হওয়ার বিষয়টা আর থাকবে না। নতুন এই শিক্ষানীতি তে দ্বাদশ শ্রেণীতে পঠন-পাঠন অবস্থায় শিক্ষার্থীরা বাইরের কোন স্কুলে দুইবার পরীক্ষা দেবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের এডমিট কার্ড দেওয়া হবে বছরের শুরুতেই।

নতুন এই শিক্ষানীতি তে টেস্ট পরীক্ষা উঠে যাওয়ার সাথে সাথে বদল হচ্ছে সিলেবাস এবং পরীক্ষার ব্যবস্থায়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে সবচেয়ে বেশি সিলেবাস পরিবর্তন হয়েছে বাংলাতে। সময়ের সাথে তাল মিলাতে প্রযুক্তিগত শিক্ষার ওপর জোর দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টিকে উচ্চমাধ্যমিক সিলেবাস এর সাথে যুক্ত করা হয়েছে। প্রত্যেক বছর ২০০ ঘন্টা সময় নির্ধারিত হয়েছে প্রতিটি বিষয় পড়ানোর জন্য।

  • ১০০ ঘন্টা সময় প্রথম সেমিস্টারে পড়াশোনার জন্য।
  • ৮০ ঘন্টা সময় দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনার জন্য।
    •বাকি ২০ ঘন্টা থাকছে ‘রেমিডিয়াল ক্লাসে’অথবা ‘হোম অ্যাসাইনমেন্ট’ এর জন্য। তার মধ্যেই থাকবে প্রজেক্ট ও ইন্টার্নশিপ এর কাজ।
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad