The Court Decided Got Relief for Workers 2023-24 : DA সমস্যার মামলায় রায় দিল আদালত, সরকারি কর্মীদের মিলল স্বস্তি

Published On:

The Court Decided Got Relief for Workers 2023-24 : রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলনরত ছিলেন ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধ এবং বকেয়া ডিএ মেটানোর দাবিতে। অবশেষে হাইকোর্ট আন্দোলনরত সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ালো। হাইকোর্টের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের সেই আন্দোলনের স্বপক্ষে এমন এক রায় দেওয়া হয়েছে যার ফলে সরকারি কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

The Court Decided Got Relief for Workers 2023-24

The Court Decided Got Relief for Workers 2023-24 : বোম্বে হাইকোর্টে সরকারি কর্মচারীদের বকেয়া মিটানোর দাবিতে একটা মামলা চলছিল। সেই মামলায় বম্বে হাইকোর্ট সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দেয় এবং জানায় – সরকারি কর্মচারীদের ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অর্থাৎ এই ৬ বছরের বকেয়া ডিএ মেটাতে হবে সপ্তম পে কমিশন অনুযায়ী। শুধু তাই নয় সরকারি কর্মীরা বাকি যে সমস্ত সুযোগ সুবিধা গুলি পেয়ে থাকেন সেগুলিও দিতে হবে সরকারি কর্মীদের।

 রাজ্য পুলিশের ১১৭৮ শূণ্য পদে ASI নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে :: Know More

গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন (GIDC) নামক এক সরকারি সংস্থার বিরুদ্ধে গোয়ার সরকারি কর্মীরা ডিএ বকেয়া মিটানোর দাবিতে অভিযোগ দায়ের করেছিলেন। তবে বোম্বে হাইকোর্টের এই ঐতিহাসিক রায় শুনানিতে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন আন্দোলনকারীরা। ফলস্বরূপ পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনকারীদের মধ্যেও গোয়ার সরকারি কর্মীদের ডিএ প্রাপ্তির এই ঘটনা বিশেষ প্রভাব পড়েছে।

আবারো নতুন করে বকেয়া ডিএ মেটানোর দাবিতে আন্দোলনের নেমেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। বোম্বে হাইকোর্টের সেই ঐতিহাসিক রায়ের পর পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনকারীদের দাবি – পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিক যেমন বোম্বে হাইকোর্ট মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে রায় দিয়েছেন।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad