Supreme Court SSC 26000 Teachers Job Lost: তাহলে এবার কি সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট?কি হবে শিক্ষকদের

Published On:

Supreme Court SSC 26000 Teachers Job Lost: সুপ্রিম কোর্টে তিনটি ক্যাভিয়েট দাখিল করা হলো ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে, এসএসসি ও নিল বড় পদক্ষেপ।

Supreme Court SSC 26000 Teachers Job Lost

ভোটের মধ্যেই রাজ্য সরকার স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে বিশাল বড় ধাক্কা খেল। একসঙ্গে চাকরি বাতিল হল প্রায় ২৬০০০ চাকুরীজীবীর। হাইকোর্টের পক্ষ থেকে খারিজ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র পুরো প্যানেল। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ নতুন করে ওএমআর মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। আগামী চার সপ্তাহের মধ্যে ১২% সুদ সহ পুরো বেতন ফেরত এর নির্দেশ দেওয়া হয়েছে খালি খাতা দিয়ে প্যানেলে না থেকেও যারা চাকরি পেয়েছে।

Supreme Court SSC 26000 Teachers Job Lost : ফলস্বরূপ একসঙ্গে প্রায় ২৬ হাজার জন চাকরি হারা হয়েছে। এই অবস্থায় স্কুল সার্ভিস কমিশন আগামীকালই বড় পদক্ষেপ নিতে চলেছে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আগামীকালই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

Calcutta Highcourt Cancels The Whole 2016 Panel of WB SSC Exam: SSC প্যানেল বাতিল করল হাইকোর্ট

সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কলকাতা হাইকোর্টের রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন। সরকারি সূত্রের খবর অনুযায়ী ,ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

Supreme Court SSC 26000 Teachers Job Lost : অবশেষে সুপ্রিম কোর্টে ক্যাভেট দাখিল হল এসএসসি নিয়োগ দুর্নীতির সংক্রান্ত রায়ের পরিপ্রেক্ষিতে। সোমবার ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাক এবং মোঃ সাব্বির রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শীর্ষ আদালতে তিনটি ক্যাভিয়েট দাখিল করেছেন মূল মামলাকারীরা।

16500 B.E.D Teachers Recruitment Final Decision : B.ED VS D.EL.ED মামলার রায় দিলো কলকাতা হাইকোর্ট

লক্ষ্মী তুঙ্গ, সীতাব উদ্দিন এবং ববিতা সরকার নামে তিন মামলাকারী সুপ্রিম কোর্টের ক্যাভিয়েট দাখিল করেছেন। শীর্ষ আদালতে এই ক্যাবিনে দাখিল করেছেন তাদের আইনজীবী ফিরদৌস শামীম একতরফা শুনানি বন্ধ করতে।

কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন ব্যাংক ২০১৬ সালের এসএসসি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন গত সোমবার। শিক্ষকদের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে ২৮২ পাতার ওই রায়ের ফলে। রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি বসাকে মন্তব্য-” চাকরি বাতিল করা ছাড়া কোন উপায় ছিল না”।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad