16500 B.E.D Teachers Recruitment Final Decision : B.ED VS D.EL.ED মামলার রায় দিলো কলকাতা হাইকোর্ট

Published On:

BIG BREAKING NEWS : 16500 B.ED শিক্ষকের চাকরি কি সুরক্ষিত?? B.ED VS D.EL.ED মামলার রায় দিলো কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে B.Ed vs D.El.Ed মামলার রায়

বিএড করে প্রাথমিক শিক্ষক পদের চাকরি পাওয়া শিক্ষকদের জন্য খুব খুশির খবর প্রকাশিত হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। শেষমেষ কলকাতা হাইকোর্টে স্বস্তি মিললো WPA 165/2021 (B.Ed vs D.El.Ed) মামলার। বিএড করা শিক্ষকদের জন্য বড় স্বস্তি মিলেছে। তাই বিএড ডিগ্রিধারী 16500 জন প্রাথমিক শিক্ষকের চাকরি সুরক্ষিত থাকলো কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী।

16500 B.E.D Teachers Recruitment Final Decision

কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন দিয়েছিল এই মামলা নিয়ে। অবশেষে মান্যতা দেওয়া হল সেই এপেক্স কোর্টের ক্লারিফিকেশন কি। অমৃতা সিনহা আজ b.ed vs d.el.ed মামলার নতুন কোন রায় দিলেন না। তিনি শিক্ষা পর্ষদ কে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ANM(R) & GNM Previous 4 Year Question Papper Free PDF Download : এখনই ডাউনলোড করে ফেলো বিগত চার বছরের প্রশ্নপত্র

আজ প্রাথমিক শিক্ষক নিয়োগে b.ed vs d.el.ed মামলার রায়দানের দিন ছিল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের বেঞ্চে। আজ রায় দেওয়ার কথা ছিল বিএড করা প্রাথমিক শিক্ষকদের চাকরি থাকবে কিনা তা নিয়ে। যদিও মহামান্য সুপ্রিম কোর্ট এর আগেই ফাইনাল অর্ডার দিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়ে এগিয়ে যাওয়ার।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad