Online Aadhaar Card Update UIDAI 2024 : ভোটের আগে আধার কার্ড নিয়ে বিরাট বড় সুখবর । না মানলে কার্ড বাতিল

Published On:

Online Aadhaar Card Update UIDAI 2024 : কেন্দ্র সরকার আধার কার্ড নিয়ে  কড়া সতর্কতা জারি করেছে। সম্প্রতি দেশের বহু মানুষের আঁধার কার্ড বাতিল হওয়ার খবর সামনে এসেছে। আপনার কার্ডটিও বাতিল হয়ে যেতে পারে যদি আধার কার্ডের এই একটি গুরুত্বপূর্ণ কাজ না করেন। কেন্দ্রের তরফ থেকে গত ফেব্রুয়ারি মাসেই প্রায় ৩২ কোটি আধার কার্ড বাতিল করা হয়েছে বলে খবর।

Online Aadhaar Card Update UIDAI 2024

Online Aadhaar Card Update UIDAI 2024 : UIDAI এর তরফে গতবছর ২০২৩ সালে জুন মাসে জনগণের উদ্দেশ্যে জানানো হয় যাদের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তাদের ১৫ই জুন ২০২৩ এর মধ্যে করিয়ে নিতে হবে। কিন্তু তখন বহু মানুষ সেই কাজ না করাই সময় বাড়িয়ে ৩০ শে  জুন পর্যন্ত করা হয়। কিন্তু সেটাও ফলপ্রসূ না হওয়ায় আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়িয়ে আগামী ১৪ জুন ২০২৪ পর্যন্ত করা হয়েছে।

সরকার পক্ষের দাবি এই আধার কার্ড আপডেটের নিয়ম দেশবাসীর জন্য মঙ্গলের। যেকোনো আধার কার্ড চালু হওয়ার ১০ বছরের মধ্যে ডকুমেন্ট আপডেট না করলে কার্ডের সিকিউরিটি দুর্বল হয়ে যেতে পারে যেটা হ্যাকারদের জন্য খুবই সহজ হয়ে যায় আপনার সমস্ত তথ্য হাতিয়ে নিতে।

আরও জানুন :: উচ্চ মাধ্যমিক নতুন সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন পিডিএফ ডাউনলোড

এমন অসতর্কতার ফলে সাইবার ক্রাইমের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এছাড়াও বহু মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সঠিকভাবে আধার কার্ড আপডেট না করায়। তাই সবার কথা মাথায় রেখে আবার সতর্কবার্তা জারি করেছে UIDAI (UNIQUE IDENTIFICATION AUTHORITY OF INDIA)।

কেন্দ্রের তরফে আগে ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের (Aadhaar Card) তথ্য আপডেটের সময়সীমা ধার্য করা হলেও, আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউআইডিএআই-র তরফে আরও তিন মাস এই সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে।

আবারো বাতিল হতে পারে কোটি কোটি আধার কার্ড এমনকি আপনারও! তবে চিন্তার কোন বিষয় নেই এই বিপদ থেকে বাঁচার পথও বলে দিয়েছে কেন্দ্র সরকার। আপনি যদি এই বিপদ থেকে বাঁচতে চান তবে করতে হবে এই কাজ:-

আধার কার্ড আপডেটের পদ্ধতি

  • www.myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যান।
  • Aadhaar Demographic Data and Check Status এ ক্লিক করুন।
  • আধার লিঙ্ক মোবাইল নম্বর দিন।
  • সঠিক জায়গায় OTP দিন।
  • এরপর Update Demographic Status অপশনে ক্লিক করুন।
  • Proceed বাটনে চাপ দিন।
  • প্রয়োজনীয় নথি একে একে আপলোড করুন। এক্ষেত্রে একটি পরিচয়পত্রের প্রমান এবং অপরটি স্থায়ী বাসিন্দার প্রমান।
  • সব হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে অ্যাকনলেজমেন্ট স্লিপ নিয়ে নিন।

এভাবেই ঘরে বসে বিনামূল্যে আপনি আপনার আধার কার্ড ঠিক করিয়ে নিতে পারেন।

Official Website :: Click Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad