West Bengal ICDS recruitment 2024 : অবশেষে রাজ্য জুড়ে 35 হাজার পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু

Last Updated:

West Bengal ICDS recruitment 2024 : দীর্ঘ অনেক বছর পর অবশেষে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে নিয়োগ হতে চলেছে। প্রায় 35 হাজার অঙ্গনারী কর্মী। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করেছে। কেবলমাত্র রাজ্যের মহিলা প্রার্থীরাই এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। আপনি কিংবা আপনার পরিবারে যদি মহিলা প্রার্থী থেকে থাকে এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি করতে চাই, তাহলে শেষ পর্যন্ত পড়বেন। শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। 

West Bengal ICDS recruitment 2024

West Bengal ICDS recruitment 2024 :গোটা পশ্চিমবঙ্গের মহিলা শিক্ষার্থীদের জন্য একটি বড় সুখবর।৩৫ হাজার অঙ্গনারী কর্মী গোটা পশ্চিমবঙ্গে সমস্ত জেলাগুলো মিলিয়ে নিয়োগ হতে চলেছে।তাই সকলে এই পোস্টটি ভালো করে পড়ো।

পদের নাম ::

অঙ্গনারী কর্মী এবং সহায়িকা।

শিক্ষাগত যোগ্যতা ::

West Bengal ICDS recruitment 2024 :যে সকল প্রার্থীরা অঙ্গনায় কর্মীর জন্য আবেদন করতে চান তাদের প্রত্যেকেরই উচ্চমাধ্যমিক পাস অথবা সমতুল্য কোন যোগ্যতা থাকতে হবে। এবং এবং প্রতিষ্ঠানটি স্বীকৃত হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ::

West Bengal ICDS recruitment 2024 : যে সকল চাকরি প্রার্থীরা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী সেই সমস্ত চাকরির প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 45 বছরের মধ্যে। এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন, সেই সমস্ত চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি ::

যে সকল চাকরির প্রার্থীরা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী, সে সমস্ত চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন পত্র ফিলাপ করতে হবে।

1. অনলাইন আবেদন করতে চাকরি-প্রার্থীদের সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা সংশ্লিষ্ট আবেদন লিংকে ক্লিক করতে হবে।

2. এরপর আবেদন লিংকে ক্লিক করার পরে যদি সমস্ত তথ্য পূরণ করে আবেদন ফরমটি পূরণ করতে হবে

3. আবেদন করার সময় জরুরি সমস্ত ডকুমেন্টের সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো তা আপলোড দিতে হবে

4. এবার সবশেষে সবকিছু যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

Know More :: West bengal GI Tag Products 2024

নিয়োগ প্রক্রিয়া ::

অনলাইনে আবেদন করার পর দুটি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা এবং পরে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের মৌখিক পরীক্ষা। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে ৯০ নম্বর লিখিত এবং ১০ নম্বর ইন্টারভিউ। 

আবেদনের তারিখ সমূহ : যে সমস্ত চাকরি প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন পত্র জমা করতে চাই তারা ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২০ মার্চ ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

আবেদনের অফিশিয়াল লিঙ্ক ::

Official Notice : Download 

Official Website : Click Here

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad