West Bengal Budget Pass 2024 : ২০২৪ সালের পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন

Last Updated:

West Bengal Budget Pass 2024 : আগামীকাল অর্থাৎ 08/02/2024 তারিখ লোকসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গ বাজার অধিবেশন পাস করা হলো। গঠিত হলো নতুন কিছু প্রকল্প, সঙ্গে বাড়ানো হলো ভাতার পরিমাণ।

পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতাম ব্যানার্জির উপস্থিতিকে সাক্ষী রেখে বাজেট পাঠ করলেন পশ্চিমবঙ্গের স্বাধীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এক নজরে দেখে নেওয়া যাক বাজে প্রদিবেশনে কি কি পরিবর্তন হলো

লোকসভা ভোটের আগে বাড়ানো হলো D.A এবং বিভিন্ন রকম ভাতার পরিমান। শুরু হলো নতুন কিছু প্রকল্প যা পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত আনন্দদায়ক।

West Bengal budget pass 2024 :

West Bengal budget pass 2024 :ভাতার পরিমাণ বৃদ্ধি

  1. সিভিক গ্রীন এবং ভিলেজ পুলিশের ভাতা এক হাজার টাকা বাড়ানো হলো।
  2. কন্যাশ্রী প্রকল্পের টাকা 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হলো।
  3. লক্ষীর ভান্ডারে টাকার পরিমাণ বৃদ্ধি করে 1000 টাকা করা হলো।
  4. জনজাতি মহিলাদের (S.C / S.T ) ক্ষেত্রে লক্ষী ভান্ডারে টাকার পরিমাণ বৃদ্ধি করে বারোশো টাকা করা হলো।
  5. যে সমস্ত হেল্প পাডা মিড ডে মিল প্রকল্পে নিযুক্ত আছেন তাদের মাসিক ৫০০ টাকা ভাতা বৃদ্ধি করা হলো।

West Bengal budget pass 2024 : D.A এর পরিমাণ বৃদ্ধি

রাজ্যের সরকারি কর্মীদের জন্য D.A এর পরিমাণ আরো 4% বাড়ানো হলো।

West Bengal budget pass 2024 : নতুন প্রকল্প

  1. সমুদ্রসাথী প্রকল্প : এই প্রকল্পটি মৎস্যজীবীদের জন্য। এই প্রকল্পের দ্বারা মৎস্যজীবীরা প্রতি মাসে 5000 টাকা করে পাবে। তিনটি জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর) মৎস্যজীবীদের দু’মাস সেই টাকা দেওয়া হবে।
  2. কর্মশ্রী প্রকল্প : কেন্দ্রের প্রকল্প যেমন 100 দিনের কাজ ঠিক তেমনি এই প্রকল্পটি হল 50 দিনের কাজ।
  3. অ্যাপ্রেন্টিস প্রকল্প : এই প্রকল্পটি হল পশ্চিমবঙ্গের সেইসব যুবক যুবতীদের যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ক্ষেত্রগুলিতে বিভিন্ন ধরনের ট্রেনিং করে থাকে। যারা এই প্রকল্পে আবেদন করবেন এবং এর দ্বারা কোন শিল্পক্ষেত্রে ট্রেনিং করবে তাদের মাসিক দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা ভাতা দেওয়া হবে।

West Bengal budget pass 2024 : নতুন ঘোষণা

  1. চারটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র : নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার জন্য চারটি সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট তৈরি করা হচ্ছে।
  2. 7 কিমি ফ্লাইওভার : নিউ টাউন এবং বিমানবন্দরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য মেট্রোপলিটন এবং মহিষবাথানের মধ্যে চারলিনের একটি ৭ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার তৈরির কথা ঘোষণা করা হয়েছে।
  3. ৫ লক্ষ নতুন চাকরি : রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে বা অফিসে বিপুল শঙ্খ কর্মী নিয়োগ করা হবে।
  4. নতুন সেতু : দামোদর নদীর উপর ৬৪০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হবে।
  5. গঙ্গাসাগর সেতু :মুড়িগঙ্গা থেকে কচুবেড়িয়া পর্যন্ত 3.1 কিলোমিটার লম্বা সেতু নির্মাণ করা হবে। ফলে গঙ্গাসাগরের যাতায়াতে সুবিধা হবে।
  6. স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবহার : পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন, তাঁরা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন।
  7. একাদশ শ্রেণীতে 10000 টাকা : দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে পেতো। সেটা এখন একাদশ শ্রেণী থেকেই পাবে।

বাজেটের বিভিন্ন তথ্য গুলির মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেয়া হলো। সবাই দেখে নাও কি কি পরিবর্তন হলো।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad