WB Govn Leave Rules New Update April 2024: ছুটির নিয়মে বিরাট বদল সরকারি কর্মচারীদের

Published On:

LEAVE RULES NEW UPDATE : ছুটির নিয়মে বিরাট বদল সরকারি কর্মচারীদের, রাজ্য সরকার জারি করলো নতুন বিজ্ঞপ্তি।

WB Govn Leave Rules New Update April 2024

রাজ্য সরকার কর্মচারীদের জন্য নতুন আপডেট প্রকাশ করলো ভোটের মাঝেই।রাজ্যের অর্থ দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করলো ছুটি নিয়ে। এই নিয়ম বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে রাজ্য সরকারের অধীনে কর্মরত প্রত্যেক চাকুরীজীবিকেই। নতুন নিয়ম কবে থেকে চালু হচ্ছে, নতুন নিয়মের নবান্নের পক্ষ থেকে কি জানানো হয়েছে,বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে।

রাজ্য সরকার এবার ‘লিভ রুল’ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল সরকারি কর্মচারীদের জন্য। নতুন নিয়ম চালু হলো কর্মচারীদের ছুটি নিয়ে। এতদিন অফলাইনে ছুটির জন্য আবেদন করতেন সরকারি কর্মচারীরা। এতে কর্মচারীরা মোট 300 দিনের ছুটির জন্য বেতন পেতেন। তবে এবার বড় পরিবর্তন আসতে চলেছে ছুটির নিয়মে। ছুটির জন্য অফলাইনে নয় বরং অনলাইনে আবেদন করতে হবে কর্মচারীদের।

সরকারি সূত্রের খবর, অফলাইনে ছুটির আবেদন করলে তিনশো দিনের ছুটির হিসাব মিলাতে গিয়ে সমস্যায় পড়তে হতো ।এতে অনেক কর্মচারী বেশি বেতন ভোগ করতেন।কিন্তু এবার থেকে অনলাইনে ছুটির আবেদন করলে অনেকটাই স্বচ্ছতা বজায় থাকবে বলে দাবি সরকারি মহলের।এই নিয়ম শুরু হয়েছে এপ্রিল মাস থেকেই যা সকল সরকারি কর্মচারীকে মেনে চলতে হবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন লিভ রুলের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটির আবেদন করতে একটি নতুন পোর্টাল বা ওয়েবসাইট চালু করা হয়েছে।ছুটির আবেদন পদ্ধতি, অ্যাপ্রুভাল পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে ওই নির্দেশিকায়।ফলস্বরূপ সরকারি কোষাগারেও অনেকটা সাশ্রয় হবে বলে দাবি বিশেষজ্ঞ মহলের।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad