WB Bangla Dibas Celebration Notice 2024 : রাজ্যজুড়ে বাংলা দিবস পালন করার বিজ্ঞপ্তি দিলেন মুখ্যমন্ত্রী

Published On:

WB Bangla Dibas Celebration Notice 2024 : ভোটের মধ্যেই রাজ্যজুড়ে পালিত হবে বাংলা দিবস। অবশ্য এ ব্যাপারে কমিশনের অনুমতির প্রয়োজন ছিল, যা ইতিমধ্যে রাজ্য পেয়েছে এবং সে কারণেই বাংলা দিবস আয়োজনের চেষ্টা শুরু হয়েছে।

WB Bangla Dibas Celebration Notice 2024

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্যে পহেলা বৈশাখের দিন প্রথমবারের মতো রাজ্য জুড়ে বাংলা দিবসের আয়োজন করা হবে। কিন্তু বাংলা দিবস যদি প্রমিত নিয়ম মেনে পালন করা হয়, তাহলে অনুষ্ঠানের চমক অনেকটাই কমে যাবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে পালিত হবে বাংলা দিবস

WB Bangla Dibas Celebration Notice 2024 : পহেলা বৈশাখ থেকে বাংলা দিবস উদযাপন শুরু করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। রাজ্যে কীভাবে বাংলা দিবস পালিত হবে তার একটি রূপরেখাও তৈরি করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, গত বছর রাজ্যপাল ২০শে জুন বাংলা দিবসের আয়োজন করেন। কিন্তু মুখ্যমন্ত্রী এই দিনটিকে বাংলা দিবস হিসেবে মানতে নারাজ, তিনি রাজ্যপালকে প্রথমে ফোনে এবং পরে চিঠি দিয়ে এই অনুষ্ঠান থেকে বিরত থাকার অনুরোধ করেন।

বাংলা দিবস পালিত হবে কোন দিন??

WB Bangla Dibas Celebration Notice 2024 : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা দিবস কবে হবে তা ঠিক করতে একটি বিশেষ কমিটি গঠন করেছেন। বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বোসকে উপদেষ্টা হিসেবে গঠন করা হয় বাংলা দিবস নির্বাচন কমিটির। আর এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পহেলা বৈশাখ বাংলা দিবসের আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

এরপর বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিদের বৈঠক ডেকে তাঁদের মতামত জানতে চান। আর তখনই সিদ্ধান্ত হয় চলতি বাংলা বছর থেকে পহেলা বৈশাখে বাংলা দিবস হবে।

বাংলা দিবসের সংস্কৃতি অনুষ্ঠানের নির্দেশিকা

WB Bangla Dibas Celebration Notice 2024 : নির্বাচন অনুযায়ী, ক্যাথেড্রাল রোডে রবীন্দ্র সদনের সামনে বাংলা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানটি পরিচালনা করবে বাংলার তথ্য ও সংস্কৃতি বিভাগ। তবে এই নির্বাচনী অনুষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যক্তি যেন না আসে সে কথা বলা হয়েছে।

অবশ্য অন্যদিকে জেলা ও হাইকমান্ডে কোনো আড়ম্বর ছাড়াই বাংলা দিবসের আয়োজন করা হবে। এছাড়া স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। অবশ্যই, এই বছর পয়লা বৈশাখের জন্য কোনও অতিরিক্ত ছুটি কার্যকর করা হয়নি – যেহেতু পয়লা বৈশাখ একটি রবিবার পড়ে, তবে ঈদের জন্য দু’দিন ছুটি এবং রাম নবমীতে একদিন ছুটি৷

বাংলা দিবস পালিত হবে কোন দিন??

পহেলা বৈশাখ

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad