RRB Technician Requirement 2024 : 9144 টি শূন্যপদে ভারতীয় রেলে টেকনিশিয়ান নিয়োগ ,আবেদন করুন সরাসরি।

Published On:

RRB Technician Requirement 2024 : ফের রাজ‍্যজুড়ে সকল চাকরিপ্রার্থীদের জন‍্য সুখবর। ভারতীয় রেলের তরফ থেকে সম্প্রতি বিভিন্ন জেলায় নয়া কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

RRB Technician Requirement 2024

কোন পদে নিয়োগ করা হবে

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 এই দুটি পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ

গ্রেড 1 এবং গ্রেড 3 মিলিয়ে সর্বমোট 9144 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

RRB Technician Requirement 2024 : ভিন্নভিন্ন পদে আবেদনের জন্য ভিন্নভিন্ন যোগ্যতা প্রয়োজন।

  • টেকনিশিয়ান গ্রেড 1 : এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বিজ্ঞানের যে কোন বিভাগে স্নাতক করতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগে ন্যূনতম ডিপ্লোমা বা গ্রাজুয়েশন করে থাকতে হবে।
  • টেকনিশিয়ান গ্রেড 3 : এই পদে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশের সাথে সাথে কোনো বিভাগে আইটিআই এর ডিপ্লোমা ডিগ্রী করতে হবে।

মাসিক বেতন

(1) টেকনিশিয়ান গ্রেড 1 : এই পদের চাকরি কর্মীদের বেতন হবে- 29200/Month
(2) টেকনিশিয়ান গ্রেড 3 : এই পদের কর্মীদের বেতন হবে-19900/Month

বয়সসীমা

RRB Technician Requirement 2024 : উক্ত পদ দুটিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমা ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া আছে।

আবেদন প্রক্রিয়া

  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের।
  • এক্ষেত্রে প্রার্থীদের প্রথমে ভারতীয় রেল রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট(https://indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,7,1281 ) এ যেতে হবে।
  • এরপর প্রয়োজনীয় তথ্য সহকারে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
  • সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে সমস্ত প্রয়োজনীয় তথ্য সহকারে আবেদন সম্পূর্ণ করতে হবে।
  • সেই সাথে সাথে প্রয়োজনীয় নথি গুলি স্ক্যান করে আপলোড করতে হবে এবং
  • সবশেষে আবেদনমূল্য জমা দিয়ে ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন ফি

জেনারেল তথা অসংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণী , মহিলা এবং তৃতীয় লিঙ্গের চাকরি প্রার্থীদের আবেদনমূল্য ২৫০ টাকা প্রদান করতে হবে।

WB Primary TET 2022 Wrong Question List Court Case File Submit : প্রাথমিক টেটের প্রশ্নে কেনো এতো ভুল

পরীক্ষার সিলেবাস

ভারতীয় রেলের যে দুটি বিভাগে কর্মী নিয়োগ করা হবে তাদের সিলেবাস নিম্নে দেওয়া হয়েছে –

টেকনিশিয়ান গ্রেড 1

SubjectMarks
সাধারন জ্ঞান10
সাধারন বুদ্ধিমত্তা15
কম্পিউটারের সাধারন জ্ঞান20
অঙ্ক 20
ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রশ্নপত্র35
মোট 100

টেকনিশিয়ান গ্রেড 2

অঙ্ক 25
সাধারন বুদ্ধিমত্তা25
সাধারন বিজ্ঞান40
সাধারন জ্ঞান10
মোট 100

আবেদন শুরুর এবং শেষের তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যা ৮ই এপ্রিল পর্যন্ত চলবে।

Apply Now

Download NotificationClick Here
Apply NowClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad