Phone Pe ,Google Pay , Paytm , UPI এর লেনদেনের সময় দিতে হবে চার্জ ? মানতে রাজি হল না RBI: RBI New Update For UPI Payment System 2024

Published On:

CHARGE FOR UPI PAYMENT 2024 : এবার থেকে ফোন পে ,গুগল পে , পেটিএমে , ইউপিআই এর লেনদেনের সময় দিতে হবে চার্জ!! ইউপিআই এর মাধ্যমে লেনদেনকারীদের জন্য আরবিআই এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। এবার থেকে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করলে দিয়ে হবে এক্সট্রা চার্জ ।

RBI New Update For UPI Payment System 2024

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফোন পে ,গুগল পে এর মত গুরুত্বপূর্ণ অনলাইন পেমেন্টের অ্যাপগুলি। ডিজিটাল যুগের বাজারে বর্তমানে খুব বেশি প্রচলিত রয়েছে এই ইউপিআই অ্যাপসগুলির। সবচেয়ে বেশি শেয়ার রয়েছে এই দুটো পেমেন্ট অ্যাপসের। বিভিন্ন তথ্য বিচার-বিশ্লেষণ করলে দেখা যাবে ইউপিআই এর মার্কেটে Phone Pe এবং Google Pay একাই দখল করে রয়েছে প্রায় ৮৪ শতাংশ।

যার তুলনায় ভারতীয় ভিত্তিক আরবিআই এবং এনপিসিআই একসঙ্গে ছোট ইপিআই এর মাধ্যমে প্রচার করে চলেছে।

ইকোনমিক টাইমএর রিপোর্ট অনুযায়ী আরবিআই এবং এনপিসিআই একটি মিটিং ডেকেছিল মার্চেন্ট ডিসকাউন্ট রেট আরোপের বিষয়ে। যে মিটিংয়ে অংশগ্রহণ করেছিল ফোনপে এবং Google Pay এর মতো অন্যান্য ভারতীয় ছোট ইউপিআই পেমেন্ট প্ল্যাটফর্ম গুলিও।

NEW UPDATE IN NATIONAL PENSION SYSTEM 2024: সরকারের এই স্কিমে এককালীন 44 লক্ষ টাকা পাওয়া যাবে মাসে

প্রবীর নাগরিকদের জন্য ইউপিআই ব্যবস্থা আরো সহজতর করার প্রস্তাব রাখা হয়েছিল এই বৈঠকে। এর পাশাপাশি ইউপিআই পরিষেবা প্রদানকারীরা গ্রাহকদের কাছ থেকে ইউপিআই ব্যবহার করার জন্য কোন প্রকার চার্জ না নেন সেই ব্যাপারে একাধিক মন্তব্য করা হয়েছে।

মানতে রাজি হল না RBI

ছোট ইউপিআই প্ল্যাটফর্মগুলির দাবি ইউপিআই লেনদেনে বড় বড় দোকানের ক্ষেত্রে লেনদেন ফি অবশ্যই রাখা উচিত। যদিও লেনদেনের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ বসাতে রাজি নন সরকার। তাই সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে বিষয়টিকে।

এই বিষয় নিয়ে এর আগেও বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছে বহুবার। এর আগে বিভিন্ন প্রকার মন্তব্য করা হয়েছিল ইউপিআই পেমেন্টে চার্জ নেওয়ার বিষয়টিকে ঘিরে।“ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কোন ধরনের চার্জ কোনভাবেই আরোপ করা হবে না “,এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন আরবিআই।

বর্তমানে সেই মিটিংয়ে আরবিআই নিজের সেই সিদ্ধান্তেই অটল থেকেছে। আরবিআই স্পষ্টভাবে জানিয়ে দেন ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কোন প্রকার চার্জ প্রদান করতে হবে না গ্রাহকদের।

শুধুমাত্র মাধ্যমিক পাশেই জলবিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ: NEW RECRUITMENT IN NHPC LIMITED 2024

মার্চেন্ট ডিসকাউন্ট রেট কী?

মার্চেন্ট ডিসকাউন্ট রেট মূলত একটি ফি যা একজন ব্যবসায়ীকে তাদের ইস্যুকারী ব্যাঙ্ক তাদের গ্রাহকদের কাছ থেকে ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে অর্থপ্রদান গ্রহণ করার জন্য চার্জ করে।

এই মার্চেন্ট ডিসকাউন্ট রেট সাধারণত ব্যবহারকারীদের কাছে লেনদেনের পরিমাণের শতাংশ হিসেবে বেশি আসে। বর্তমানে সবকিছু অনলাইন হয়ে যাওয়ায় ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা প্রচুর হারে বেড়ে চলেছে। আগামী দিনেও যে ইউপিআই ব্যবহারের পরিমাণ আরো বাড়বে তা নিশ্চিত।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad