New Update From RBI For 500 Rupee Note: ৫০০ টাকার নোট নিয়ে নতুন এক নিয়ম

Published On:

NEW UPDATE FROM RBI : ৫০০ টাকার নোট নিয়ে দেশবাসীর জন্য RBI আনলো নতুন এক নিয়ম। জেনে নিন কি সেই নিয়ম।

New Update From RBI For 500 Rupee Note

বছরের পর বছর ধরে বিভিন্ন মূল্যের কাগজের নোট প্রচলিত রয়েছে আমাদের দেশে। তাই এই সমস্ত নোট ছিঁড়ে যাওয়া বা নোংরা হয়ে যাওয়া কোন অস্বাভাবিক ঘটনা নয়। অনেক সময় লেনদেনের সময় অথবা বাচ্চাদের হাতে পড়েও নোট ছিঁড়ে যেতে পারে।

RBI এর নিয়ম অনুযায়ী কারো কাছে এই সমস্ত ছেঁড়াফাটা বা নোংরা নোট থেকে থাকলে তা নিয়ে চিন্তার কোন কারণ নেই। এই ধরনের নোট বদলের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম রয়েছে আরবিআই তথা রিজার্ভ ব্যাংকের নিয়মে। ২০২৩ সালের ১৯শে মে এর পর থেকে ২০০০ টাকার নোট নিষিদ্ধের ঘটনা সকলেরই জানা।

HS Result Scrutiny & Review New Update 2024: স্ক্রুটিনি ও রিভিউ এর ফলাফল আসবে মাত্র ৫ দিনের মধ্যেই!!!

তাই এই মুহূর্তে ৫০০ টাকার নোটই হলো আমাদের দেশের প্রচলিত সবচেয়ে বড় নোট। তাই এই ৫০০ টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাংক নতুন নিয়ম জারি করেছে।আমাদের দেশে প্রচলিত ৫০০ টাকা নোটের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার, প্রস্থ ৬.৬ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ৯৯ বর্গ সেন্টিমিটার। আর বি আই এর নিয়ম অনুযায়ী ৫০০ টাকার ছেড়া নোটটির ক্ষেত্রফল যদি ৮০ বর্গ সেন্টিমিটার বা তার ওপরে হয় তবে সেই নোটটির পুরো দাম ফেরত পাওয়া যাবে। তবে ছিঁড়ে যাওয়া নোটটির ক্ষেত্রফল যদি ৪০ সেন্টিমিটার বা তার কম হয় তবে অর্ধেক টাকা ফেরত পাবে।

মাঝেমধ্যে ভাইরাল হয় এই নোট সংক্রান্ত নানা ধরনের খবর। আর তাই বিষয়টিকে মাথায় রেখে আরবিআই এই ৫০০ টাকার নোট সনাক্তকরনের জন্য বেশ কিছু নিয়ম চালু করেছে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে সনাক্ত করবেন ৫০০ টাকার নকল নোট কিংবা খারাপ নোট।

আর বি আই এর নিয়ম অনুযায়ী যেসব ৫০০ টাকার নোট অযোগ্য বলে বিবেচিত হবে সেগুলি হল-

  • যেই নোটের ধার থেকে শুরু করে মাঝখান পর্যন্ত ছেঁড়া থাকবে।
  • যদি কোন নোটে অতিরিক্ত পরিমাণে ময়লা লেগে থাকে।
  • যদি কোন নোট অতিরিক্ত ব্যবহারের কারণে নষ্ট হয়ে যায়।
  • যদি কোন নোটের গ্রাফিক্স পরিবর্তন হয়ে যায়।
  • কোন নোটের রঙ নষ্ট হয়ে যায়।

Supreme Court Stays WB SSC Scam List 2016: চাকরি-বাতিলের নির্দেশ বহাল রাখতে বলল সুপ্রিম কোর্ট

রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী যদি কোন ব্যক্তির কাছে এই ধরনের পুরনো বা অবিক্রিত ৫০০ টাকার নোট থেকে থাকে তাহলে তা নিয়ে চিন্তা করার কোন কারণ নেই। যেকোনো ব্যাংকের শাখায় গিয়ে এই নোট বদল করা যেতে পারে আর বি আই এর নির্দেশ অনুযায়ী। আর যদি কোন ব্যাংক এটি পরিবর্তন করতে না যায় সেক্ষেত্রে ব্যাংকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে আরবিআই।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad