New Recruitment For Agnivir to the Indian Nevy: বিপুলসংখ্যক অগ্নিবীর নিয়োগ করা হবে ভারতীয় নৌ সেনাতে, আবেদন চলবে 27 মে পর্যন্ত।

Published On:

NEW RECRUITMENT FOR AGNIVIR TO THE INDIAN NEVY 2024 : বিপুলসংখ্যক অগ্নিবীর নিয়োগ করা হবে ভারতীয় নৌ সেনাতে, আবেদন চলবে 27 মে পর্যন্ত। সম্প্রতি বিপুলসংখ্যক শূন্যপদে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় নৌ সেনা। নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।

বিপুলসংখ্যক অগ্নিবীর নিয়োগ করা হবে ভারতীয় নৌ সেনাতে

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ভারতীয় নৌসেনার পক্ষ থেকে বিপুল পরিমাণে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি। ভারতীয় নৌসেনায় কেন্দ্র সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বিভাগে অগ্নিবীণ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে। পুরুষ মহিলা নির্বিশেষে শারীরিক যোগ্যতার ভিত্তিতে উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবে।

EMPLOYMENT NO – 02/2024

পদের নাম

অগ্নিবীর (AGNIVEER)

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদনের জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে।

তবে কি রাজ্যের কলেজ সার্ভিস কমিশনেও নিয়োগ দুর্নীতির আঁচ !!!! চাকরি বাতিল হবে অধ্যাপকদেরও??

মাসিক বেতন

অগ্নিবীর পদে প্রার্থীদের চার বছরের জন্য নিয়োগ করা হবে, নিম্নে বেতন সীমা উল্লেখ করা হলো-

বয়সসীমা

আবেদনকারীর জন্মের তারিখ 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 তারিখের মধ্যেই হতে হবে।

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য নিম্নের পদক্ষেপ গুলি অনুসরণ করুন-

  • আবেদনকারী কে প্রথমেই ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট (https://agniveernavy.cdac.in/) ভিজিট করতে হবে,
  • এরপর সঠিকভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে,
  • এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে,
  • এরপর আবেদন ফি সমেত আবেদন পত্রটি ভালোভাবে পড়ে নিয়ে ফাইনাল সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন ফি

এখানে সকল শ্রেনীর আবেদনকারীকে আবেদন মূল্য হিসেবে 500 টাকা জমা করতে হবে।

শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ :- 27 মে,2024

Download Notification

Download NotificationClick Here
Apply NowClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad