India to Build 12K KM Ropeway Projects: আকাশে 12000 কিমি রাস্তা। অবাক গোটা বিশ্ব 

Published On:

প্রায় 1.25 লক্ষ কোটি টাকা খরচ পড়ে আকাশ পথে তৈরি হচ্ছে একটি নতুন রাস্তা। যা পর্যটক এবং পরিবহন উভয় ক্ষেত্রে কাজে আসবে। এ রাস্তা সম্পর্কে জানব বিস্তারিত।

India to Build 12K KM Ropeway Projects

বর্তমানে ভারত পর্যটক এবং পরিবহনের সুবিধার্থে স্থলপদ জলপথ আকাশ পথ সবদিকে যাতায়াতের ব্যবস্থাকে উন্নত থেকে উন্নততর করে চলেছে। তৈরি হচ্ছে একের পর এক বড় বড় হাইওয়ে। বাড়ানো হচ্ছে নদী এবং সমুদ্রের উপকূলের গভীরতা। অবশেষে এবার তৈরি হতে চলেছে আকাশ পথে ও রাস্তা। 

সূত্র অনুযায়ী কেন্দ্র সরকার পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাকে উন্নত থেকে উন্নততর করার জন্য দুটি স্থানের মধ্যে সংকীর্ণ যোগ ফল তৈরি করার চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ দুটি দূরবর্তী স্থানে অল্প সময়ে কিভাবে পৌঁছানো যাবে তার জন্য একের পর এক পরিকল্পনা চলছে। 

ভারতের আকাশে কি এই নতুন রাস্তা? 

রাস্তাটি হল রোপওয়ে । এবার দীর্ঘ 12000 কিলোমিটার রোপওয়ে তৈরি হতে চলেছে ভারতের আকাশে। এর জন্য প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা যাচ্ছে। দেশের প্রায় ২০০ টি শহরকে এই রোপওয়ের মাধ্যমে যুক্ত করা হবে।  ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ভারতমালা প্রকল্পের আওতায় ২০০টি রোপওয়ে প্রকল্প শুরু করতে চলেছে।

DELED Admission Open 2024: শুরু DELED কোর্সে ভর্তির আবেদন ও কলেজ তালিকা

কি কি সুবিধা হবে এই নতুন রাস্তার মাধ্যমে ?

  • ট্রাফিক যানজট কমবে।
  • পরিবেশ দূষণ কম হবে। গাছপালা জমি ধ্বংস করতে হবে না, রাস্তা তৈরীর জন্য।
  • পর্যটকদেরও আগ্রহ সৃষ্টি হবে।
  • পাহাড়ি অঞ্চলে যেখানে রাস্তাঘাট তৈরি করা খুব অসুবিধা জনক সেখানে সহজেই যাতায়াত করা যাবে।
  • যাতায়াতের সময় অনেক সময় বাঁচবে।

কোথায় কোথায় রোপওয়ে প্রকল্প শুরু হয়েছে?

দেশের কোথায় কোথায় রোপওয়ের কাজ শুরু হয়েছে দেখে নেওয়া যাক।

প্রথম আরবান রোপওয়ে :: 

  • প্রথম কাজ শেষ হতে চলেছে বারাণসীতে। 
  • বারাণসী রেলওয়ে স্টেশন থেকে কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত 4 কিলোমিটার দীর্ঘ একটি রোপওয়ের কাজ চলছে । 
  • এটি 2025 সালের মার্চ মাস নাগাদ শেষ হবে। 
  • এর জন্য প্রায় 650 কোটি টাকা খরচ হচ্ছে। 
  • এর ফলে এক ঘন্টা রাস্তা 15 মিনিটে যাওয়া যাবে।

দ্বিতীয় আরবান রোপওয়ে :: 

  • হরিয়ানার মহেন্দ্রগড় জেলার কুলতাজপুর গ্রাম থেকে দোশি হিলটপ পর্যন্ত নির্মিত হচ্ছে।
  • এই দুটি স্থানের দূরত্ব প্রায় 900 মিটার।
  • যাতায়াতের সময় লাগে 01 ঘন্টা কিন্তু রোপওয়ের মাধ্যমে তা 3 মিনিটে গিয়ে দাঁড়াবে।
  • 2025 সালের ডিসেম্বর মাসে এই কাজ শেষ হবে।
  • এখানে প্রায় প্রতিদিন পাঁচ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।

India FootBall captain Sunil Chhetri to Retiring international football: ফুটবল থেকে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী।এবার কে নেবে ভারতীয় ফুটবলের দায়িত্ব??

তৃতীয় আরবান রোপওয়ে :: 

  • উত্তরপ্রদেশের  প্রয়াগরাজে সঙ্গমের তীরে শঙ্কর বিমান মণ্ডপম থেকে ত্রিবেণী পুষ্প পর্যন্ত। 
  • এর ফলে 30 মিনিটের রাস্তা 7 মিনিটে যাতায়াত করা যাবে।
  • 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে।

চতুর্থ আরবান রোপওয়ে ::

  • গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত। 
  • দূরত্ব প্রায় 10 কিলোমিটার।
  • 8 ঘণ্টার রাস্তা মাত্র 30 মিনিটের পৌঁছানো যাবে।
  • এই প্রকল্পটি 2029 সালের মধ্যে শেষ হবে।
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad