HS Science New Syllabus 2024 PDF Download : চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিক সায়েন্স সেমিস্টারের নতুন সিলেবাস,

Published On:

HS Science New Syllabus 2024 PDF Download: সম্প্রতি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ  থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেমের নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে । এ বছর থেকেই নতুন সিলেবাসে দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।আর বার্ষিক নয়, উচ্চ মাধ্যমিকেও এবার শুরু হতে চলেছে সেমিস্টার। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এই পদ্ধতিতেই দিতে হবে পরীক্ষা অর্থাৎ দুই বছরে পরীক্ষা হবে চারটি সেমিস্টারের।

HS Science New Syllabus 2024 PDF Download

WBCHSE HS SCIENCE NEW SYLLABUS : নতুন সিলেবাসে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে পরিবর্তন হলেও কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে তেমন পরিবর্তন হয়নি । যদিও পরিবর্তন করা হয়েছে প্রশ্ন প্যাটার্ন এর। উচ্চ মাধ্যমিক সংসদের তরফ থেকে প্রকাশিত যে বিষয় ভিত্তিক সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন দেওয়া হয়েছে সেগুলিকে পিডিএফ আকারে নিচে দেওয়া হল।তোমরা খুব সহজেই সেগুলি ডাউনলোড করে নিতে পারবে।

যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার পর একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাও তারা অবশ্যই নতুন সিলেবাস এবং প্যাটার্ন ভিত্তিক পড়াশোনা শুরু করে দাও। নিচে চারটি সেমিস্টার অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্নের লিংক দেওয়া হল।

উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের নতুন সিলেবাস
বিষয়সিলেবাস ডাউনলোড করুন
Physics Download Pdf 
Chemistry Download Pdf 
Mathematics Download Pdf 
Biology Download Pdf 
Computer Science Download Pdf 
Artificial Intelligence Download Pdf 
Data Science Download Pdf 
StatisticsDownload Pdf 
Nutrition Download Pdf 

তোমরা খুব সহজেই প্রতিটি বিষয়ের পাশে দেওয়া ডাউনলোড লিংকে ক্লিক করলে নতুন সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন ডাউনলোড করতে পারবে। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে পোস্টটি শেয়ার কর যারা একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাই।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad