How to Apply Reliance Foundation Scholarship 2024 : রিলায়েন্স ফাউন্ডেশন দিচ্ছেন সমস্ত পড়ুয়াদের জন্য দু লক্ষ টাকা স্কলারশিপ 

Last Updated:

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থার তরফেও  স্কলারশিপে দেওয়া হয় পড়ুয়া দের। বেসরকারি স্কলারশিপগুলির মধ্যে অন্যতম একটি বৃত্তি হল রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ। (Reliance Foundation Scholarship)। মেধাবী পড়ুয়ারা এই স্কলারশিপের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবেন। 

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ (Reliance Foundation Scholarship 2024) 

রিলায়েন্স স্কলার্শিপ দেওয়া শুরু হয় 1996 থেকে। রিলায়েন্স ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি ঘোষণা করেন আগামী ১০ বছরে 50 হাজার পড়ুয়াকে বৃত্তি প্রদান করা হবে এই সংস্থা দ্বারা। এই সংস্থা এখনো পর্যন্ত স্কলারশিপ প্রদান করেছেন প্রায় 23136 জন পড়ুয়াকে। এদের মধ্যে ৪৮ শতাংশ মহিলা এবং প্রায় তিন হাজার জন প্রতিবন্ধী। প্রতিবছর পড়ুয়াদের দু লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করে এই ফাউন্ডেশন।

সূত্রের খবর, চলতি বছর এই স্কলারশিপের জন্য সারা দেশের ৫৮ হাজার ছাত্রছাত্রী আবেদন করেন। এর মধ্যে থেকে ৫ হাজার জনকে বেছে নেওয়া হয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের জন্য। নির্বাচিতদের নাম তালিকার মাধ্যমে প্রকাশ করেছে সংস্থা। 

আরো পড়ো :: WB Primary TET interview 2024 

Reliance Foundation Scholarship 2024 আবেদন যোগ্যতা 

১) স্কলারশিপে আবেদন করতে হলে পড়ুয়াকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২) রিলায়েন্স স্কলারশিপের স্নাতক বৃত্তির জন্য  আবেদনকারী প্রার্থীদের ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ও পূর্ণ সময়ের ডিগ্রি কোর্সে পাঠরত হতে হবে।
৩) যে সকল ছাত্রছাত্রীরা ৭.৫ CGPA নিয়ে স্নাতক পাশ করেছেন ও বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত, তাঁরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
৪) এছাড়া ‘GATE’ পরীক্ষায় ৫৫০-১০০০ স্কোর করা ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
৫) আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় হতে হবে ২.৫ লাখ টাকার নিচে। 

Reliance Foundation Scholarship 2024  কিভাবে আবেদন করতে হবে?

  • রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের জন্য আবেদন জানাতে হলে পড়ুয়াকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • এরপর ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে নেবেন।
  • তারপর ‘Apply’ অপশনটিতে ক্লিক করে স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নেবেন।
  • নিজেদের সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন।
  • তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্র সাবমিট করবেন।
  • আবেদনপত্র সাবমিটের পর একটি কপি নিজেদের কাছে রেখে দেবেন।
  • এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে (www.reliancefoundation.org)-তে নজর রাখতে পারেন।
Apply NowClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad