Electricity Unit Price Very High it is True: আমজনতার মাথায় হাত!! বিদ্যুতের বিল বেড়ে গেল তিনগুণ পর্যন্ত

Published On:

সম্প্রতি জানা গিয়েছে বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে গেলবিদ্যুতের বিল আগের তুলনায় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি ইউনিটে বিদ্যুৎ বিলের পরিমাণ হয়েছে 9 টাকা 22 পয়সা। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে বিদ্যুৎ বিল সংক্রান্ত এমনই আপডেট উঠে আসছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ করেছে বিলের পরিমাণ এক ধাক্কায় প্রায় তিনগুণ বৃদ্ধি পাওয়ায়। ইলেকট্রিক বিল হঠাৎ এত বাড়লো কেন? রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থা কি জানাচ্ছেন? সাধারণ মানুষই বা কি বলছেন? ইলেকট্রিক বিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।

বিদ্যুতের বিল বেড়ে গেল তিনগুণ পর্যন্ত

সম্প্রতি জনসম্মুখে বিদ্যুৎ বিল নিয়ে একটি বড় আপডেট। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ইলেকট্রিক বিলে দেখা যাচ্ছে বিদ্যুতের বিল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যাকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে হুলুস্থুল কান্ড বেধে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জৈনিক ব্যক্তির অভিযোগ বিদ্যুৎ বন্টনকারী সংস্কা বিদ্যুতের ইউনিট প্রতি দাম অপরিবর্তিত রেখে স্লাবের পরিমাণ কমিয়ে দিচ্ছে।

Maldives President Muizzu Coming to India: ভারত সফরের কবে আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ??

উল্লেখযোগ্যভাবে বলা যায়, পূর্বে বিদ্যুতের বিলের পরিমাণ ছিল , প্রথম 77 ইউনিটের জন্য 5.04 টাকা, পরবর্তী 52 ইউনিটের জন্য 6.33 টাকা, পরের 90 ইউনিটের জন্য 7.12 টাকা ,পরের 225 মিনিটের জন্য 7.52 টাকা এবং পরের 196 ইউনিটের জন্য 7.69 টাকা। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এক গ্রাহক বিদ্যুৎ বিলের নতুন প্ল্যান দেখাচ্ছেন ,যেখানে বিদ্যুৎ কোম্পানি কিভাবে কায়দা করে সাধারণ মানুষের কাছ থেকে অনেক গুণ বেশি টাকা হাতিয়ে নিচ্ছে।

যদিও সংবাদমাধ্যমিক ছড়ানো এই বিদ্যুৎ বিল প্রসঙ্গকে বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিকেরা গুজব বলে চালিয়ে দিচ্ছেন । তারা এই প্রসঙ্গকে বিন্দুমাত্র পাত্তা দিতে চাইছেন না। তারা জানান নিউ ট্যারিফে বিদ্যুৎ বিলের পরিমাণ ধার্য করা হয়েছে প্রথম স্লাবে 25 ইউনিটির জন্য 5.04 টাকা পরের 19 ইউনিটের জন্য 6. 33 টাকা ,পরের 30 ইউনিটের জন্য 7.12 টাকা পরের 75 ইউনিটের জন্য 7.52 টাকা এবং পরবর্তী 65 ইউনিট এর জন্য 7.69 টাকা।

এখন বিদ্যুৎ বিল ইউনিট প্রতি কত টাকা হয়েছে?

কার্যত ওয়াকিবহাল মহল আশঙ্কা করছেন এ নতুন ট্যারিফ আসায় বিদ্যুৎ বিলের পরিমাণ এক ধাক্কায় প্রায় তিন গুণ বৃদ্ধি পেতে পারে। এখন বিদ্যুৎ বিল ইউনিট প্রতি হয়েছে 9.22 টাকা। এই নিয়ে যদিও সম্পূর্ণরূপে অফিসিয়াল কোন তথ্য দেওয়া হয়নি এখনো অবদি।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad