Aadhar Card Job Vacancy 2024 : আধার কার্ডের অফিসে সহযোগী স্থায়ী সরকারি কর্মী নিয়োগ, ছেলে মেয়ে সবাই আবেদন করুন।

Published On:

সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া অর্থাৎ UIDAI কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন শূন্য পদের কথা ঘোষিত হয়েছে।যেখানে বলা হয়েছে নিয়োগ হবে আলাদা আলাদা মোট তিনটি পোস্টে।

Aadhar Card Job Vacancy 2024

Aadhar Card Job Vacancy 2024 : আপনি কি নতুন কাজের সন্ধানে রয়েছেন?আধার কার্ডের অফিসে কাজ করতে চান? তাহলে আপনার জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ।সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া অর্থাৎ UIDAI কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে নিয়োগ হবে আলাদা আলাদা মোট তিনটি পোস্টে।আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে পশ্চিমবঙ্গের সকল স্থায়ী বাসিন্দা এই পদে আবেদনের সুযোগ পাবেন। কোন কোন পোস্টে নিয়োগ করা হবে ,আবেদন পদ্ধতি ,শিক্ষাগত যোগ্যতা ,মাসিক বেতন ,বয়স সীমা, আবেদনের শেষ তারিখ সহ সমস্ত তথ্য রয়েছে আজকের এই প্রতিবেদনে।

পদের নাম

UIDAI এর বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট তিনটি পোস্টের নিয়োগ করা হবে, সেগুলি হল-

1.Assistant Accounts Officer
2.Private Secretary
3.Section Officer

মোট শূন্যপদ

বিজ্ঞপ্তিতে মোট তিনটি শূন্য পদের কথা জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

UIDAI কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। তবে প্রত্যেকটি পদের ক্ষেত্রেই উচ্চশিক্ষা প্রয়োজন। শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশে কোন প্রকার আবেদন করা যাবে না।সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করতে হবে। সঙ্গে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের দপ্তরে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন

বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন দেওয়া হবে। এখানে পে ম্যাট্রিক্স লেভেল ৮ অনুযায়ী 7th CPC হিসাবে প্রতি মাসে ৪৭,০০০ টাকা থেকে ১,৫১,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সসীমা

এখানে যেকোনো পদে আবেদনের জন্য ১৫.০৫.২০২৪ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি

অফলাইন এর মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিয়ে A4 সাইজ পেপারে প্রিন্ট করে নিতে হবে। এরপর ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স সহ একটি মুখবদ্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদন ফর্ম এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস –

(১) Age Proof
(২) Caste Certificate
(৩) Education Qualification Certificate
(৪) Passport size Photo
(৫) I’d Proof

আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা

Director (HR), Unique Identification Authority of India, Aadhaar Complex, NTI Layout, Tata Nagar, Kodigehalli, Technology Centre, Bengaluru- 560092 ।

আবেদনের শেষ তারিখ

15th may, 2024

Apply Now

অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload Pdf
আবেদন ফর্মDownload Pdf
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad