শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন। পশ্চিমবঙ্গের যে সকল শিক্ষার্থী ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের চলতি বছরে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এই মাসের ১৫ই জুলাই অর্থাৎ সোমবার থেকে, যা চলবে ৩১শে অগস্ট পর্যন্ত। অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ কয়েকটি নতুন নিয়ামবলি ঘোষণা করেছেন। প্রত্যেকটি নিয়ম স্কুলগুলিকে মানতে হবে। স্কুলগুলো ছাত্র ছাত্রীদের কাছে সঠিক তথ্য নিয়ে, পড়ুয়াদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করবে। পর্ষদের ঘোষিত নতুন নিয়মগুলি জেনে নিন আজকের প্রতিবেদনে।
New Rules Update for Madhymik Exam 2026
- মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে, যদি কোন শিক্ষার্থীর আগে আলাদা কোনও বোর্ডে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে তাকে মাইগ্রেশন সার্টিফিকিট জমা দিতে হবে। মাইগ্রেশন সার্টিফিকিট ছাড়া মধ্যশিক্ষা পর্ষদের অধীনে রেজিস্ট্রেশন হবেনা।
TATA Group Invest in BSNL 2024: আরও সস্তা হতে চলেছে 4G পরিষেবা!
- আরও জানানো হয়েছে যে, ছাত্র ছাত্রীরাদের নামের আগে মিস, শ্রী, মিস্টার, শ্রীমতী, মিসেস এসব কিছু বসানো যাবেনা।
- যে সকল পড়ুয়ারা ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্মতারিখ নিয়মানুযায়ী ২০১১ সালের ৩১শে অক্টোবর বা তার আগে হতে হবে। এছাড়া উল্লেখিত জন্মতারিখের পর যাদের জন্ম তাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করে স্কুল থেকে পাঠানো যাবেনা।
IDBI Bank Recruitment 2024: ব্যাঙ্কে চাকরির সুযোগ, কর্মী নিয়োগ IDBI ব্যাঙ্কে
- প্রত্যেক পড়ুয়াকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন ফি হিসাবে জমা দিতে হবে ৫৫ টাকা।
- রেজিস্ট্রেশন ফর্মে পড়ুয়াদের পাসপোর্ট সাইজের সাদা-কালো ফটো লাগবে। ফটোর উপরে পড়ুয়াদের স্বাক্ষর থাকবে না।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে কত জন ছাত্র ছাত্রীর রেজিস্ট্রেশন হল, তার একটি তালিকা বানিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে ক্যাম্প অফিসে।