ANM(R) & GNM Previous 4 Year Question: যেকোনো পরীক্ষার প্রস্তুতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল সেই পরীক্ষা সম্পর্কিত বিগত বছরের প্রশ্নপত্রগুলিকে ভালো করে বিবেচনা করা। এবং তারপর প্রস্তুতি শুরু করা। সামনেই হতে চলেছে ANM(R) & GNM এর পরীক্ষা।আজকের এই প্রতিবেদনে এন এম জি এন এম পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র গুলি দেওয়া হলো।
Exam Name | ANM(R) & GNM 2024 |
State | West Bengal |
Category | Previous Year |
For Free Praperation | Join Now |
ANM(R) & GNM Previous 4 Year Question Papper Free PDF Download
ANM(R) & GNM Previous 4 Year Question : WB ANM GNM এবং GNM প্রবেশিকা পরীক্ষার গত বছরের প্রশ্নপত্র West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা আছে । WB ANM GNM এবং GNM প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদনকারীদের WBJEEB দ্বারা অনুমোদিত লিখিত পরীক্ষার প্রস্তুতি করার জন্য তাদের বিগত বছরের প্রশ্নপত্র গুলিকে ভালো করে দেখে নেওয়া প্রয়োজন। আর দেরি না করে নিচের টেবিল থেকে পিডিএফগুলি সংগ্রহ করে নাও।
ANM & GNM Question Paper 2021 – Shift 1 | Download Now |
ANM & GNM Question Paper 2021 – Shift 2 | Download Now |
ANM & GNM Question Paper 2022 – Shift 1 | Download Now |
ANM & GNM Question Paper 2022 – Shift 2 | Download Now |
ANM & GNM Question Paper 2023 | Download Now |
ANM(R) & GNM Exam Date 2024
ANM(R) & GNM Previous 4 Year Question : রাজ্যের বিভিন্ন কলেজে নার্সিং পড়ুয়াদের জন্য একটি গুরুত্বপূর্ণ এন্ট্রান্স পরীক্ষা হল ANM ও GNM পরীক্ষা। প্রতিবছর এই পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন নার্সিং কলেজগুলিতে কয়েক লক্ষ পড়ুয়া ভর্তি হয়ে থাকে। পশ্চিমবঙ্গ জয়েন এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এ বছরের পরীক্ষার তারিখ আগেই ঘোষণা করেছেন। এবার প্রকাশিত হলো ANM ও GNM ২০২৪ পরীক্ষার পূর্ণাঙ্গ ডিটেলস।
ANM(R) & GNM 2024 EXAM DATE
ANM(R) & GNM Previous 4 Year Question : পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন(WBJEEB)বোর্ডের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে ANM(R) & GNM 2024 পরীক্ষা 4 ই আগস্ট, 2024-এ অনুষ্ঠিত হবে।
আরও পড়ো : উচ্চ মাধ্যমিক আর্টস সেমিস্টারের নতুন সিলেবাস, পিডিএফ ডাউনলোড
ANM(R) & GNM 2024 EXAM PATTERN
ANM(R) & GNM Previous 4 Year Question : WBJEEB তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা শুরু হওয়ার আগে WB ANM(R) & GNM 2024 পরীক্ষার প্যাটার্ন প্রকাশ করেছেন । প্রার্থীদের অবশ্যই পরীক্ষার প্যাটার্নের সাথে পরিচিত হতে হবে যাতে তারা পরীক্ষার হলে আশা করতে পারে এমন প্রশ্নের ধরন এবং অসুবিধার স্তর সম্পর্কে ধারণা থাকতে হবে।ভৌত বিজ্ঞান, রসায়ন, জীবন বিজ্ঞান, গণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি এবং লজিক্যাল রিজনিং হল WB ANM এবং GNM সিলেবাস 2024- এ অন্তর্ভুক্ত ছয়টি প্রধান বিষয় । মোট ১০০ টি প্রশ্ন থাকে যার প্রশ্ন মান ১১৫ ।এই পরীক্ষায় ¼ নেগেটিভ মার্কিং আছে।
SUBJECT | CAT-1(1 Marks) | CAT-2(2 Marks) | Full Marks |
Life Science | 30 × 1 | 10 × 2 | 50 |
Physics | 15 × 1 | 5 × 2 | 25 |
English | 15 × 1 | – | 15 |
Math | 10 × 1 | – | 10 |
GK | 10 × 1 | – | 10 |
GI | 5 × 1 | – | 5 |
ANM(R) & GNM EXAM 2024 ELIGIBILITY
- 31.12.2023 পর্যন্ত কমপক্ষে গত দশ বছরের জন্য নিরবচ্ছিন্নভাবে WB-এর স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পরীক্ষার্থীর বয়স ন্যূনতম ১৭ হতে হবে।
- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে 10+2 পরীক্ষায় কমপক্ষে 40% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- 10+2 পরীক্ষায় ইংরেজিতে উত্তীর্ণ হতে হবে।
- বৃত্তিমূলক স্ট্রিমে 10+2 পাস করা প্রার্থীদের অবশ্যই স্বাস্থ্যসেবা বিজ্ঞানের শৃঙ্খলা তৈরি করতে হবে।
ANM(R) & GNM 2024 APPLICATION FULL PROCESS
ANM(R) & GNM Previous 4 Year Question : ANM(R) & GNM 2024 পরীক্ষার ফর্ম ফিলাপের প্রক্রিয়া নিম্নে আলোচনা করা হল-
- পরীক্ষার্থীদের প্রথমে WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- পরীক্ষার্থীদের তাদের নাম, পিতার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, সনাক্তকরণের ধরণ এবং নম্বর, বর্তমান এবং স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল ইত্যাদি তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার সময় একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং একটি নিরাপত্তা প্রশ্ন/উত্তর নির্বাচন করতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরে একটি অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া যাবে যেটা পরীক্ষার্থীরা তাদের মোবাইল নম্বর/ইমেইলেও পেয়ে যাবে।
- এরপর এপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপর ঠিকানা ,PWD স্ট্যাটাস, পারিবারিক বার্ষিক আয়, ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- ফর্মটি ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের ক্রম নির্বাচন করতে হবে।
- নথি এবং ছবি আপলোড করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ছবির সাইজ 10-200kb এর মধ্যে এবং সিগনেচার 4-30kb এর মধ্যে থাকে।
- সবশেষে এপ্লিকেশনটি ভালোভাবে পড়ে নিয়ে আবেদন ফি সমেত ফাইনাল সাবমিট করতে হবে।
ANM GNM পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান থেকে কিছু M.C.Q
জীবন বিজ্ঞান | ভৌত বিজ্ঞান |
---|---|
প্রাণী কলা | কার্য, ক্ষমতা ও শক্তি |
প্রাণীজগতের শ্রেণীবিন্যাস | তাপ ও উষ্ণতা |
জিনবিদ্যা | |
স্বাস্থ, পুষ্টি, রোগসমূহ | |
হরমোন | |
ভিটামিন | |
রোগ জীবাণু | |
স্নায়ুতন্ত্র | |
রক্ত পরিবহন | |
মানবদেহের গঠন |